এখন বড় দুঃসময়
জোনাকিরা নিভে গেছে।
আলোক পিয়াসু চিত্ত অন্ধকারে হাতড়ে ফিরে,
জীবনের মানে রয়ে যায় আরও গহীন গভীরে।
বড়ই দুঃসময় আজ
সহনীয় আলো নেই,বুকভরা বাতাস নেই,
উপকারী বৃষ্টি নেই,
কোথাও ভালবাসা নেই,
মানুষগুলি নিরুপায়,মানবিকতা দিশেহারা
তবু টিকে থাকার অভ্যাসে বেচে যায় মানুষেরা।
সুসময় আজ বিস্মৃতপ্রায়!
রমনী ধর্ষিত হয় কদর্য পুরুষে,
ধান্দাবাজের ধান্দা চলে,
রাজনীতিবিদের প্রতিশ্রুতি বাড়ে,
তবু বিচারকার্য স্থিমিত হয় কদিন বাদে।
সংসারে শান্তি নেই,আহারে তৃপ্তি নেই,
রাতভর নিদ্রা নেই,
আবেগে ভ্রূক্ষেপ নেই
স্বামী ধর্ষণ করে বৈধ স্ত্রীকে!
ভালবাসা কেঁদে মরে অস্ফুট অভিমানে,
অনৈতিক যৌনতায়-ক্ষোভ আর অবিশ্বাসের হাহাকারে।
আজ বড় দুঃসময়
মাটির উর্বরতা হ্রাস পেয়েছে,
অসময়ে খরা,অত্যধিক বৃষ্টিপাত
ক্ষতিকর পোকায় সয়লাভ ফসলের মাঠ।
পর্যাপ্ত ফলন নেই,ন্যায্য মূল্য নেই,
ঘামভেজা শরীরে
ঘরমূখী কৃষক-অসহায় দীর্ঘশ্বাসে।
আস্তিকের আজ ঈমান নেই,
নাস্তিকেরও ধর্ম নেই!
পারষ্পরিক বিষোদগারে
পাড়ি জমায় পরপারে।
এসব নানাবিধ অস্থিরতায় চিন্তাচ্ছন্ন মনন
তবু বুঝি-বেশ অভ্যস্থতা পেয়েছে যাপিত জীবন!
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ১২:৪৭