প্রিয়তমা স্বপ্নের ভ্রান্তিবিলাসে যখন তুমি আশাহত হয়েছিলে
এবং শুধুমাত্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফের যখন
নিজেকে আঁধারের কাছে সঁপে দিয়েছিলে
বালক তখনও প্রহর গুনেছিল......
অথচ তোমার আঁধারপ্রিয়তা কাটে না!
আর প্রভাতের আলোয় দীর্ঘ প্রতীক্ষার ক্লান্তিতে
যখন আমার আঁধার শুরু হয়
যখন অন্ধকার আমাকে ছিনিয়ে নিয়ে যায়,
আমার যথাস্থান থেকে-
তখনও কি তোমার সত্ত্বা জাগ্রত হয় না,
আমার জন্য এতটুকুও কি আহ্বান আসে না তোমার মনে?
প্রিয়তমা,যতই নিকষ কালো হোক না কেন আঁধার,
আমার অবচেতন সত্ত্বা চেয়ে থাকবে তোমার প্রতীক্ষার-
তোমার সমস্ত কার্যাদির উপসংহারে,যদি ভুলও করে-
আমায় পড়ে মনে,তোমার উপস্থিতি জানান দিও একবার।
তোমার একটু তোমাতীয় অনুভূতি দূরিতে পারে আমার সকল আঁধার!!