এই শতাব্দীর মানুষও মারা যায় কিন্তু আদতে এরা মরতে জানে না।এরা খুন হয়,গুম হয়ে মরে,ক্রসফায়ারে মরে,নেশা করতে করতে মরে,ধর্ষিত হয়ে মরে,ধর্ষণ করে গণপিটুনিতে মরে,মারার জন্য মরে,মারতে গিয়ে মরে,পলিটিক্যালি মরে,ছ্যাকা খেয়ে মরে,আত্মহত্যা করে মরে......... তবু এরা ভাল কাজে মরণ দেখলে পিঠ ঠেকিয়ে পালায়।।
বিংশ শতাব্দীতেই পৃথিবীতে অনেক সু আন্দোলন হয়েছিল,কিন্তু শাসকদের ডেভেলপমেন্ট বাজেটের বাইরে গেছে বলেই অগণিত জনকে প্রাণ দিতে হয়েছে...।।
* বিংশ শতাব্দীতেই #নুর_হোসেন মরেছিল গণতন্ত্রের জন্য......
* চীনের তিয়েন আনমেন স্কয়ারে প্রায় ৩০০০ আন্দোলঙ্কারী নির্মমভাবে মরেছিল অধিক গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে......
* রফিক,শফিউররা ভাষা জন্য মরেছিল
* ছাত্রনেতা আসাদ,সার্জেন্ট জহরুল হক,মতিউর রহ্মান,অধ্যাপক ডঃ শামসুজ্জোহা চৌধুরীরাও মরেছিল......
* ক্ষুদিরাম,প্রীতিলতা ওয়াদ্দেদারে মত মানুষেরা বিংশশতাব্দীতে মারা গিয়েছিল.........
* সর্বোপরি ৫২-র ভাষা আন্দোলন, ৬৯-র গণুভ্যুত্থান,মুক্তি যুদ্ধের মত ঘটনাও ঘটেছিল.........
.
.
.
.
.
;
.অথচ আমাদের মৃত্যুগুলো..................
আর আজ আমরা একটি সুন্দর স্বদেশ পাওয়ার জন্যও নিজের সমর্থনপুষ্ট দলের পাচাটা তথা লেজুড়বৃত্তি অথবা অনৈতিক সমর্থন দেয়া বন্ধ করতে পারি না......।। চারদিকে এত চেতনা এত প্রেরণা দিয়ে কি হবে..................??
মোদ্দাকথা হল,আমরা এই যুগের মানুষেরা প্রচন্ড রকম ভীতু কিংবা কাপুরুষ...।। আসলে অস্ত্র হিসেবে গুলি-বোমা ব্যবহার বাড়ার সাথে সাথে মানুষের শারীরিক সক্ষমতা এবং মনোবল অনেকটা স্তিমিত হয়ে আসছে.........।।
আমি নিশ্চিত রবীন্দ্রনাথ এই যুগে বেঁচে থাকলে তিনি বলতে পারতেন না......... "উদয়ের পথে শুনি কার বাণী,ভয় নাই ওরে ভয় নাই" । আর নজরুল হয়তো সেও ঘরের কোনে বসে মাথা চাপড়াতো.........।।