শিরোনাম দেখেই যাদের মনে হবে বাঙ্গালিদের সাফল্যের গল্প বোধহয় আমি বলতে যাচ্ছি।তাদেরকে আমি কিঞ্চিৎ আশাহতই করব। এটাও একপ্রকার সাফল্যের গল্পই বটে,তবে একটু নেগেটিভ দিকে আর কি!!!
তারপরেও আমি বলতে বাধ্য যে বাঙ্গালির মত ট্যালেন্টেড জাতি তামাম পৃথিবী ঘুরেও পাওয়া যাবে না অন্তত #ধান্দাবাজি_আর_চিপাবুদ্ধির ক্ষেত্রে।
এরা টাকা আয় করার যে কৌশল জানে তা অন্যান্য জাতি হয়ত অনুশীলন করে রপ্ত করতে পারবে না।কোন কায়িক পরিশ্রম ছাড়াই কিভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া যায় তা এদের নখদর্পণে।তাও নিত্য নতুন অভিনব কৌশলের মাধ্যমে।
সর্বশেষ যা ঘটেছে তা আমার জনৈক বন্ধুর দুলাভাইয়ের সাথে।অতি অভিনব কায়দায় কিছু ছদ্মবেশী প্রতারক তার সাথে খাতির করে প্রথমে তার মোবাইলের সিম কার্ড নিয়ে অন্য মোবাইলে ঢুকিয়েছে।অতঃপর ওই সিম দিয়ে তার শালাবাবুকে (আমার বন্ধুবর) ফোন দিয়ে বলেছে ______তার দুলাভাই মারাত্মক অ্যাকসিডেন্ট করেছে,মাথায় মারাত্মক ব্যাথা পাইছে।এখন আপাতত নরসিংদি হসপিটালে আছে।ডাক্তারের সাথে কথা হচ্ছে যেকোন সময় ঢাকায় ট্রান্সফার করতে বলতে পারে।
এদিকে আবার ভিক্টিমের(কথিত) পরিবারে শোকের রোল পড়ে গেছে।তার বড় মেয়ের বিয়ের তারিখ আগামী মাসের ৪ তারিখ।এমত অবস্থায় এই মৃত্যুপথযাত্রী অভিভাবকের জন্য পরিবার প্রায় পাগলপারা হয়ে উঠেছিল।
এই সুযোগে প্রতারক চক্র ইনিশিয়াল খরচ মেটানোর জন্য কিছু(১০০০০) টাকা চেয়েছে।ফলে পরিবারের লোকও খুবই সরল বিশ্বাসে তাদের ১০,০০০ টাকা বিকাশ করেছে।
এই ঘটনাটি ঘটেছে খুবই স্বল্প সময়ে।বস্তুত ভিক্টিম যখন তার সিম হাতে পেয়েছে ততক্ষণে প্রতারকদের বিকাশ একাউন্টে টাকা পৌছে গিয়েছে।।
#সর্বশেষঃ আমার বন্ধুটি তার বড় ভাইকে সাথে নিয়ে র্যাব অফিসে অভিযোগ করতে গিয়েছে।।
[sb]ভিক্টিম_লোকটি_একজন_পুলিশ!!!!!............ ক্যান ইউ ইমাজিন?????
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:২০