টপিকটা যখন মাথায় এসেছিল তখন মনে হয়েছিল_যাক একটা রোমান্টিক কবিতা বোধহয় লিখেই ফেললাম।কিন্তু ক্রমে বুঝিলাম__ অ্যাঁই এম ভেরি পুওর ইন রোমান্স। নারীদের প্রতি আমার মায়ার চেয়ে মনের খেদই(ক্যামন বুঝাইতে পারলাম না,ইগোটাইপ ব্যাপার হবে আরকি) হয়ত বেশি। আর তাহা হইলে আমি ক্ষমাপ্রার্থী।
*যদি ইহা কোন ক্রমেই রোমান্টিক কবিতার মধ্যে পড়ে, তাহলে বুঝব আমি রোমান্স জিনিস্টা আদৌ বুঝি না,এক্কেবারে নিষ্পাপ ছেলে।।
মেয়ে,তোমার রূপের বাহার আমি জানি
দোহাই তোমার_এর চেয়ে অপ্সরী হয়ো না!
সৌন্দর্যের এক্সট্রিমিটিও নিতে পারি না আমি
দোহাই তোমার_এর থেকে সুন্দর হয়ো না!
নইলে_ প্লট বানিয়ে ফেলব তোমাকে
মনের মাধুরী দিয়ে সৃজিব উপাখ্যান।
জগৎ মাঝারে ছড়িয়া পরিবে
পাইবে না পরিত্রাণ।
এমন হাসি হেসো না-
মহাকাব্য লিখে ফেলব কিন্তু
সেলিব্রেটি বানিয়ে দিব তোমাকে!
স্বপ্ন কন্যা করবে তোমায়-হাজার পুরুষ।
এত সুখ ভেবো না-
অস্তিত্ব হারিয়ে যাবে বিলক্ষণ।
মনে রেখ-বাস্তবতা হারিয়ে ফেলবে
সমর্পিত হবে কল্পকথার ডামাডোলে।
হাজারো ভক্তকুল,শত গুণমুগ্ধ পুরুষ
কিংবা অসাধু কোন অটোগ্রাফ শিকারি,
সামাল দিতে হবে-জানো,
তারপর প্রাপ্তি-অপ্রাপ্তির অসমীকরণে
তোমার তুঙ্গে উঠা বৃহস্পতি-
শনিতে গিয়েও ঠেকতে পারে।
এর চেয়ে বরং তোমাতে-আমাতে
সরল সমীকরণ হবে সুনিশ্চয়।
তাই-
অহেতুক সংশয়-সম্ভ্যাবতার দোলাচালে
নিজেকে সঁপিয়ে দিও না অকালে।
তার চেয়ে চল-কোন এক অভিসারে
প্রেম বিনিময়ের অভিপ্রায়ে,
মেতে উঠি সকল উচ্চভিলাস ভুলে।।
সবিশেষ-ছ্যাঁকা দেয়ার চিন্তাও কর না এক রত্তি
নিষ্ঠুর ভাবে ভুলে যাব_বলছি সত্যি।।!!
* শুরু করেছিলাম রোমান্টিসিজম নিয়ে কিন্তু শেষমেষ দেখলাম ইহা হুমকিতে পরিণত হয়েছে।(আমি ঠিক রোমান্টিক নই)
* দ্বিতীয়বার তাকাতে আমার ভয় হয়।এই জন্য আমি কোন লেখাই রিভিউ করতে পারি না।রিভিউ করলে হয়ত কোনদিনই লেখার অস্তিত্বই খুজে পাওয়া যাবে না।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬