সখী ভালোবাসা কারে কয়?
সে কি কেবলি যাতনাময়?
তাহে কেবলি চোখের জল
সে কি কেবলি দুঃখের শ্বাস!
লোকে তবে করে কি সুখের তরে
এমন দুখের আশ!!!!!!!!!!
স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও ভালোবাসা নিয়ে এমন সব প্রশ্ন করে গেছেন!!!! তিনি এত শত প্রেমকাব্য, সঙ্গীত, নৃত্য-গীত নাট্য লিখেও, এত আবেগে ভেসে ভেসেও ভালোবাসার অর্থ বুঝতে পারেননি। জানতে পারেননি ভালোবাসা আসলেই কি বস্তু। তারপরও যুগে যুগে প্রেম বা ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর স্বর্গীয় অনুভুতিরই এক নাম। এই অনুভুতির সাথে জড়িয়ে আছে কত শত ইতিহাস, জয় পরাজয়, কলঙ্কগাঁথা।
সেই আদি হতে রাঁধা-কৃষ্ণ, ইউসুফ-জুলেখা, রোমিও-জুলিয়েট, লাইলী- মজনু, শিরি-ফরহাদ, রুপাই-সাজু স্থান, কাল, পাত্র-পাত্রী ভেদে সকলেই তারা জড়িয়ে আছে একটি অনুভুতিময় শব্দের সাথে, তার নাম প্রেম বা ভালোবাসা। তবুও আজও এই শব্দটি প্রশ্নবিদ্ধ, ভালোবাসা কারে কয়?
উফ ভালোবাসার সাথে আবার মনে পড়ে গেলো ইর্ষা মানে গেমু ভাইয়ার কথা। কিছুদিন আগে কমার্স কলেজের সেই স্যুইট স্যুইট ভিডিওটা দেখে গেমুভাইয়া যা খেপলো তাতে মনে হয় সে হয় ঐ ছেলেকেই ইর্ষা বা সোজা ভাষায় হিংসা করছে নয় তো তার বিদ্বেষ ঐ প্রেম ভালোবাসার সাথেই। তবে গেমু ভাইয়ার আর দোষ কি? স্বয়ং জীবনানন্দই যেখানে ইর্ষিত হয়ে লিখে গেছেন অমর সেই প্রেম কাব্য।
সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
বোলো নাকো কথা ওই যুবকের সাথে
কাজেই বোঝা যাচ্ছে এই প্রেম ভালোবাসার সাথে ইর্ষা বা হিংসা আঙ্গাঙ্গিভাবেই জড়িত। কবিদেরই এই হাল আর এত আমাদের জিনিয়াস বৈজ্ঞানী গেমুভাইয়া!!!!
কিন্তু কেনো কেনো কেনো!!!!!!কিভাবে এবং কেন ঈর্ষাপরায়নতার মত এই ক্ষতিকর বৈশিষ্টটি মানব মনে, মানব সমাজে উদ্ভুত হল স্বর্গীয় প্রেম ভালোবাসার সাথে সাথে?
তবে কি প্রেমের সাথে সাথে ঈর্ষাপরায়ণতার ব্যাপারটাও মানুষের মজ্জাগত?
গেমু ভাইয়া জবাব দাও----
প্রশ্ন নং ১। ভালোবাসা কারে কয়?
প্রশ্ন নং ২। ভালোবাসায় ইর্ষা কেনো? মার্ক-১০
প্রশ্ন নং ৩। তোমার জীবনে পড়া শ্রেষ্ট ভালোবাসার কবিতা/ গল্প/গান কি ? মার্ক-৫
এবার আসি আরেক জিনিয়াস জিনিভাইয়ার কাছে। ভাইয়ার রিসেন্ট কাব্য এনট্রপিতে যতই খটমট নাম লাগাক না কেনো এই কবিতায় আমার কিছু প্রশ্ন মাথায় এসেছে----
প্রশ্ন নং ১। ভাইয়া ভালোবাসা কারে কয়?
প্রশ্ন নং২। তোমার চোখে ভালোবাসার একাল সেকাল, আই মিন সেই লাইলী-মজনু আমলের প্রেমিক যুগল আর হালের কমার্স কলেজের প্রেমিক যুগলের মাঝে তুলনামূলক আলোচনা কর। (মার্ক- ১০)
প্রশ্ন নং ৩। ভালোবাসা ও নিজ অনুভু্তীয় চেতনায় এনট্রপীও ব্যাবচ্ছেদ। (মার্ক-৫)
বিশেষ দ্রষ্টব্যঃ এই আলোচনায় জিনিভাইয়া ও গেমুভাইয়ার সাথে সাথে বিশিষ্টজনের আলোচনাও সাদরে গ্রহনযোগ্য। আর এই আলোচনা শেষে আমাদের বিখ্যাত প্রেমভালোবাসা বিশেষজ্ঞ অপু তানভীর ভাইয়ার মূল্যবান মতামত আশা করিতেছি.......
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৪৮