এক ভাই, যিনি হাদীস অস্বীকারকারী Group সদস্য এবং প্রচারক, ভাই Al Masud Oli ভাই ফতোয়া দিলেন,
→→→→→
কুফরি কালিমাঃ"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ"
যেখানে এক আল্লাহর পাশে দ্বিতীয় কোন আল্লাহর নাম ঠাই পায় না সেখানে কোন মানুষের নাম আল্লাহর নামের পাশে কিভাবে উচ্চারিত হয়!”
→→→→→
কুরআনে সুরা নিসাতে তো এই কাজই করা হয়েছে। যেই শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, সেই শব্দ রাসূল স.এর জন্যও ব্যবহৃত হয়েছে . . .
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَطِيعُواْ اللّهَ وَأَطِيعُواْ الرَّسُولَ
তাহলে (আপনার ফতোয়া অনুসারে) আজকে থেকে আমরা কুরআনেও কুফুরী কথা আছে বলতে পারি। কি বলেন সম্মানীত ভাই Al Masud Oli ?
আল্লাহ তায়ালা আমাদের বাংলা অনুবাদ পড়া মুফতিদের থেকে হিফাজত করুন। আমিন...
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭