যে মুহূর্তে আমরা একে অপরের হাত ধরলাম,
আকাশটা ছেয়ে গেল কাশফুলের তীব্র শুভ্রতায়,
নদীর ঢেউগুলো ক্রমাগত আছড়ে পড়তে থাকলো-
বাঁধ ভেঙে, তীর ভেঙে, আমাদের হৃদয়ে;
যে মুহূর্তে তুমি দারুণ অভিনয়-দক্ষতায় বুঝিয়ে দিলে
তোমার হৃদয়ে এতটুকুও উথলে ওঠেনি প্রেম,
ছুঁয়ে যায়নি কোনো অচেনা অথচ তীব্র আকাঙ্ক্ষিত হাওয়া;
তোমার সে ব্যর্থ অভিনয়ের অব্যবহিত পূর্বে
আমি দেখলাম, আমার হাতের ভেতর একটি জলজ্যান্ত কাশফুল
তার মখমল দেহ নিয়ে প্রেম জাগাতে ব্যস্ত!
কাশফুলের চাইতেও শুভ্র কোমল সে কাল্পনিক কাশফুল,
যা আমার হাতের ভেতর ডুবে আছে দারুণ আদরে,
সে আমাকে জানিয়ে গেল তোমার অভ্যন্তরে বয়ে যাওয়া
একটি ঝড়ের বার্তা!
সে ঝড়ে আমিও তো ওলোটপালোট হয়েছি কতবার!
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪