পৃথিবীর সকল পুরুষ যখন খাবলে খায় তোমার বুক—
চোখের দেখায়,
আমি দেখি চোখকাজল, নীল সমুদ্রের ওড়াউড়ি;
যখন তোমার ঠোঁট কামড়ে ধরে, চেটেপুটে খায়
অভুক্ত জানোয়ার-জিভ— চোখের দেখায়,
আমি দেখি সুগভীর মেঘার্দ্র প্রেম তোমার চুলে,
সেখানে খেলা করে সাদা বক;
যখন তোমার শরীর ছুঁয়ে যায় কর্কশ হাত,
তোমার ঘাড়ে নিঃশ্বাস ফেলে লালায়িত ঠোঁট—
চোখের দেখায়,
আমি তখন তোমার হাতের তালুতে আকাশ দেখি,
তোমার কপালে দেখি আদুরে আহ্বান!
পৃথিবীর সকল পুরুষ, শোনো মেয়ে, এক নয়,
একজন কেউ, দেখো একদিন, আলাদাও হয়!
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৫