মন খারাপের রাত্রিগুলো ভীষণ একা,
কেউ থাকে না পাশটাতে- এ বুকের ভেতর- এমন কেন?
কষ্টগুলো পাহাড়সম নিশ্চল এক অথৈ পাথার,
অশ্রুজমা চোখটাতে কেউ তাকায় না তো- এমন কেন?
হাওয়ার বুকে শূন্যতা এক আছড়ে পড়ে হৃদয় গলে,
একলা হাতে হাতটা রেখে কেউ বলে না 'কাঁদিসনে আর'- এমন কেন?
বুকপাঁজরে ডুকরে মরে যে হাহাকার একলা একা,
সে বেদনায় বিক্ষত এ হৃদয় যখন,
কেউ তো এসে আলতো হেসে দেয় না ছুঁয়ে- এমন কেন?
ঘরের দুয়ার তাকিয়ে থাকে অযুত সময়,
কেউ তো এসে দুয়ার দেবে বন্ধ করে,
খুব গোপনে অশ্রুমাখা কপল ছোঁবে- কেউ আসে না- এমন কেন?
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৮