একটা কাক বসে ছিল তিনতলার রোদ্দুরে চাইছিল
এদিক- ওদিক, একটু অন্যমনস্কও ছিল বোধহয়,
কাছের বাসি পান্তা ভাত, আলুগুলোর উপর মাছির
ভিড় তার নজরে পড়ে নি।
হঠাত পারফিউমে মোড়া সুদৃশ্য মাংসের বাজার
হেঁটে গেলে বিল্ডিংটার পাশে কাকও আচ্ছন্ন
হয় পূঁজিবাজারের গন্ধে
যেন নির্বাণ শেষে অদ্ভূত মাৎস্যন্যায়
চারিদিকে সমর্পণ শুধু বোধবুদ্ধিহীন।
কাকের কোন দোষ নেই
কারো কোন দোষ নেই
অমল ক্ষুধার ভেতরে আমাদের কারো কোন দায় নেই।