ঘুম ভেঙ্গে তোমাকেই দেখি ছেয়ে আছো
উপরে আমার, কি দায় তোমার
ছায়াবৎ সাহচর্যের? কি প্রয়োজন
আশ্রয়ের ওম দেবার?
চৌচালা ঘরের ছাদ নেমে আসে
সকালে প্রায়ই চোখের ভেতরে,
কিছুটা ভীত তবু জানি, ছাদ
ভাঙ্গবেনা কোনদিন
বরং দেখবে মজা, উজাড়
চোয়ালের মত বিপর্যস্ত
আমাকে, করবে পরিহাস
কেউকেউ চিরকাল জাবড় কেটেই যায়
পৌনপুনিক ভাবে.।.।।।
২।
শূন্যতা বলে কিছু নেই পৃথিবীতে।
সিগারেটের প্যাকেট, গ্যাসের সিলিন্ডার, জন্মবিরতির বড়ি
সবাই পূর্ণতা চায়, শূন্যতা অপ্রিয় কিন্তু বাস্তবিক ব্যাপার।
ভ্রুণ যদি টের পেত মায়ের কী জ্বালা, জরায়ুতে থাকতো কী
ঔ কয় মাস? গর্ভের ফুল কাটলেই শিশুরা অমোঘ শূন্যতায়
ডোবে তখন থেকেই, তাকে আর কী প্রাপ্তি দেবে?