লেখা আহ্বান! লেখা আহ্বান!
সুপ্রিয় লেখক / লেখিকা,
এক্টোপ্লাজম পাবলিকেসন্সের আয়োজনে আসছে বইমেলা ২০২০ সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে সাহিত্য ম্যাগাজিন “মহাকাল” এর প্রথম সংখ্যা। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যে ক্ষুদ্র এক প্রচেষ্টার নাম “মহাকাল”। আমরা আশাবাদী সকল বয়সী লেখক-লেখিকার অংশগ্রহনে প্রাণময় হয়ে উঠবে মহাকালের প্রথম সংখ্যা।
লেখা পাঠানোর নিয়মঃ
আপনাদের লেখা গল্প, প্রবন্ধ ও কবিতায় তিন ধাপে সাজানো হবে ম্যাগাজিনটি। একজন যেকোনো দুটি বিভাগে দুটি করে লেখা দিতে পারবেন। ৩১ শে ডিসেম্বর, ২০১৯ খ্রীঃ পর্যন্ত লেখা জমা নেওয়া হবে।
গল্প পাঠানোর নিয়মঃ
১।ছোটগল্প, অণুগল্প ও সাডেন ফিকশন পাঠাতে পারবেন।
২। ছোটগল্প সর্বোচ্চ ২৫০০ শব্দ, অণুগল্প সর্বোচ্চ ৫০০ শব্দ ও সাডেন ফিকশন সর্বোচ্চ ৩০ শব্দের মধ্যে।
৩। লেখা অফলাইনে অপ্রকাশিত হতে হবে। অনলাইনে প্রকাশিত লেখা দেওয়া যাবে।
৪। যে কোন জনরার লেখা গ্রহনযোগ্য।
৫। লেখা পাঠানোর ক্ষেত্রে প্রমিত বানানের নিয়ম ও ভাষারীতি মানতে হবে।
৬।ইমেইলে subject এ লিখুন “মহাকাল-গল্প”
কবিতা পাঠানোর নিয়মঃ
১। সর্বোচ্চ ২৪ লাইনের কবিতা ও ৩০ লাইনের ছড়া গ্রহনযোগ্য।
২। দেশীয় চেতনার লেখা অগ্রাধিকার পাবে।
৩। লেখা অফলাইনে অপ্রকাশিত হতে হবে। অনলাইনে প্রকাশিত লেখা দেওয়া যাবে।
৪।ইমেইলে subject এ লিখুন “মহাকাল-কবিতা”
প্রবন্ধ পাঠানোর নিয়মঃ
১। শুধু মাত্র বাংলা এবং বাঙালীদের নিয়ে লেখা গ্রহনযোগ্য।
২। ইতিহাস, ঐতিহ্য এবং লোকসংস্কৃতি নিয়ে লেখা প্রাধান্য পাবে।
৩। সর্বোচ্চ ১৫০০ শব্দের লেখা হতে হবে।
৪। ইমেইলে subject এ লিখুন “মহাকাল-প্রবন্ধ”
তাছাড়া, সকল লেখা পাঠাতে হবে ই-মেইলে। লেখা পাঠানোর সময় লেখার সাথে লেখকের নাম, ফেসবুক আইডি লিংক, যোগাযোগ নাম্বার ও লিখতে হবে।
লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]
[email protected]
লেখা পাঠানোর শেষ সময়ঃ ৩১ শে ডিসেম্বর, ২০১৯ খ্রীঃ।
অন্যান্য কথাঃ
লেখা সমাপ্ত করে একবার সকল বানান যাচাই করে তারপর মেইল করুন।
নতুন্ লেখকদের জন্য বলছি, লেখার সময় মাথায় রাখবেন যেনো লেখার ভাব, গভীরতা ও শব্দচয়ন যেনো সাহিত্যের মানেই হয়। সাধারন অনলাইনের লেখা আর সাহিত্যে বিস্তর ফারাক।
ভালো ও নবীণ লেখকদের সুযোগ দেওয়াই আমাদের উদ্দেশ্য। তাই স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় লেখা বাছাই করা হবে। সুতরাং আপনার সেরা লেখাটিই দিতে হবে।
ম্যাগাজিনে পৃষ্ঠার সিমাবদ্ধতা থাকায়, শব্দসংখ্যাতে শর্ত দেওয়া হয়েছে। বাধ্য হয়েই করতে হচ্ছে। দুঃখিত।
লেখালেখি শুরু করে দেন। এক্টোপ্লাজম পাবলিকেসন্স এবং মহাকাল আপনাদের সাথে আছে। এই পরিবারে সকল সৃষ্টিশীল মানুষদের আমন্ত্রন রইলো।
লেখা বা ছাপা সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন → 01671673143
01971673143
বিঃদ্রঃ যাদের লেখা মনোনীত হবে, তাদের প্রত্যেককে ৩-৫টি ম্যাগাজিন কেনা ব্যাতীত আর কোন অর্থনৈতিক শর্ত নাই। মহাকাল যেহেতু একটি অলাভজনক প্রচেষ্টা তাই ম্যাগাজিনের সর্বনিম্ন দামই ধার্য করা হবে।
আয়োজনেঃ এক্টোপ্লাজম পাবলিকেসন্স।
আহ্ববায়কঃ নোমান প্রধান
https://www.facebook.com/numan.gub
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭