আমার কান্নায়!
তোমার কি'বা যায় আসে?
তোমার কান্নায়?
আমার পৃথিবী যায় ভেসে!
***
জনসমুদ্রে নিঃসঙ্গতা!
কতটা বিস্বাদ জানে অপ্রকাশিত কবিতা।
মরুভূমির জলতৃষ্ণা!
চেনে তপ্ত বালিতে জন্ম বেদুঈন সন্তানরা।
***
তোমরা যেমনই হও,
আমি বাদবাকি আর সবার মতন।
কাঙ্গালের মত করি
যদি বুঝি পাবো খানিকটা যতন।
***
এই শহরে মজুরের দিন ভর খাটাখাটি,
আর রাতে পাড় মাতালদের হাটাহাটি।
আছে চুড়ির শব্দে নতুন বধূর খুনসুটি
ঘুমাই কেমনে বল এত জান্তব খুঁটিনাটি।
***
শাহজাহান কোথায় আজ , আজও দাড়িয়ে তার তাজ !
এ দেহ পচে যায়, মাটি খায় ; ভবে রয়ে যায় শুধু কাজ ।
***
স্বপ্ন গুলো হারিয়েছি বড় শহরের রাজপথে,
ফিরে পাওয়ার আশায় ফিরছি জন-স্রোতে !
নিসঙ্গ মুসাফির ভুলেছে নাম ;
পথে চিহ্ন আঁকছে তার ঘাম ।
***
দেখিনি বিবৎস রূপ শয়তানের!
দেখেছি, নোট চকচকে কাগজের।
ছবি- সবুুুজ আহমেদ
কথকের ব্লগ লিংকঃ https://numanprodhankothon.blogspot.com/
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪১