আমি স্রষ্টার হাতে লিখা কবিতা,
দুঃখ দিবে আমায়?
কে তুমি! কতই বা তোমার স্পর্ধা
মহাবিশ্ব তাঁহার তুলিতে আঁকা।
তুমি কি সেই?
যে করেছে যাপিত জীবনরে বাঁকা?
নওতো তুমিই সেই বৃন্দাবনের বৃন্দাবাসীনী?
শ্যামের হাতের খুনে সেই বাঁশরী
যার তরে রাগে রাগে হতো উন্মাদ!
তবে কি রাধা গো তুমি?
সখীগনের স্বপন যে করেছিলো বরবাদ।
ওঁ চিনেছি! না না তুমি নওকো অবলা
হলে তবে মাতৃত্বের ভার কভু নিতে না।
তুমি জন্মের কারণ করো হাজার রূপ ধারন
হয়েছো পাপ কিংবা পুণ্যের ফারাক।
নারী তুমি;
কাঙ্ক্ষিত এক অবোধ্য সামাজিক বারণ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫