আমি যুদ্ধে মেতেছি চিরকাল
কখনো নেশায় কখনো পেশায় আবার
কখনোবা সত্যিকারের প্রয়োজন।
আটপৌরে জীবনের বৃত্ত বন্ধনী
ছিন্ন করতে রাইফেল আর গ্রেনেড মুক্ত
যে অহিংস সংগ্রাম করি আয়োজন_
নিজের তাগিদে অসুখ দূরীকরণের নিয়ত
যে প্রচেষ্টা! সে কি যুদ্ধের চেয়ে কম?
বুকে তপ্ত সীসার ছিদ্র নিয়ে
রক্ত নদী বয়িয়ে মানুষে লাশ নিশ্চই নেই
আছে কেবল লালিতপালিত গোবেচারা
অজস্র স্বপ্নের লাশ, চেনা স্বপ্নের শবদেহ।
পরিবারের সামাজিক মেকি মর্যাদাবোধ
যৌবন বলি দেয়া যুদ্ধাদের ধরে বেধে দেয়
পরাজিতের তকমা! টাইটেল হয় নির্বোধ
নোমান প্রধান,
২০শে পৌষ ১৪২৪
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪