মুমিন তুমি সেজদা করো আল্লাহ'র গায়েবী পদতলে!
দেখো না তুমি তারঁ শ্রেষ্ট সৃষ্টি মরছে কেমন অকাতরে।
হায় নজরুল! কোথায় মহসীন! নাই মজলুমের ভাসানী
রয় নি কেউ নিষ্ঠুর মর্তে যে শুনবে ক্ষুধার্তের ক্রন্দন ধ্বনি।
স্বজ্ঞান হয়ে স্বজাতির প্রতি মতি হয় কেমনে এতই বিরূপ,
যারে পেতে বয় রক্ত সাগর জেনো মানুষেই তার স্বরূপ।
খেয়েছি পরেছি বেচেঁছি-আর কি চাই! আহারে কত সুখ
নওতো অন্ধ তবে দেখনি কেনো শত ক্ষুধার্ত শুকনো মুখ!
লিখে রাখছে মহাকাল! পই পই করে জমিয়েছ কত ঋণ
না শুধিলে পাবে কেমনে আরশ ছায়া মহা বিচারের দিন।
লেখকের ব্লগস্পট লিংকঃ https://numanprodhankothon.blogspot.com
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪