আমার কথা সাম্প্রদায়িক!
প্রতিটা মানুষের আনন্দে করি বাধ ভাঙ্গা উল্লাস,
আমার চিন্তা সাম্প্রদায়িক!
অন্য প্রাণী নয় জগৎ এ হোক শুধু মানুষের বিকাস,
আমার বোধ সাম্প্রদায়িক!
দিকে দিকে শুরু হওক মনুষ্য শত্রুর চরম সর্বনাশ,
আমার ক্ষুধা সাম্প্রদায়িক!
কিংকর্তব্যবিমূঢ় চোখে পূর্ণিমারর চাঁদ হচ্ছে রুটি,
আমার বন্ধন সাম্প্রদায়িক!
অটল টলায়ে কাটাতার টপকে জল ডাঙ্গায় ছুটি,
আমার রক্ত সাম্প্রদায়িক!
বখতিয়ারের ঘোড়া যেন ছুটে বেড়ায় মোর মরমে,
আমার মৃত্যু সাম্প্রদায়িক!
ক্ষুদিরামের হাসির ফাসিঁ জড়ায় কন্ঠ শেষ মরণে।
আমি সাম্প্রদায়িক তবুও তো সাম্রাজ্যবাদী নই
কম্বল টুকু সম্বল করে যুগে যুগে পদধূলিত হই।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০