রাত ফুরিয়ে যায় একলাই ! ভেজা বারান্দায়
চাদ দেখে, তারা গুনে আর সেই নিস্তব্দতায়,
তেমনি একঘেয়ে খুব সেই আদিম অন্ধকার
থাকে তেমনই, শিশির সিক্ত ভেজা বারান্দায়।
সূর্যের উকিতে কেমন আচমকাই ! ভাঙে ঘোর
তাকিয়ে দেখো, ঐ পথ দেখায়ে দেয় নয়া ভোর,
আভাগার আকাশে চকিতেই যে মেঘ জমে যায়
বরষার ছাটে, দৃষ্টি থমকে থাকে ভেজা বারান্দায়।
আলসে বেলা গড়ায় ধীরলয়ে! চেনা সেই উত্তাপ
ব্যাস্ত নগরীর, হাটে বন্দরে সেকি খদ্দেরের চাপ,
অচেনা মুখের ভীড়ে বড় এক চেনা খোজা দায়
তবুও আশায়, পথ দেখি ঘামে ভিজা বারান্দায়।
নববধূর মত কত সেজে গুজে! ফের সাঝ নামে
'তুমি' আসোনি, যারে না দেখেই ডেকেছি বেনামে,
জানি নিষ্ঠুর নও আসবে শূন্য হৃদয় মণিকোঠায়
সঁপিবো প্রেম, রই অপেক্ষায় অশ্রুশিক্ত বারান্দায়।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯