আসছে জামাই সাহেব হইয়া
বসছে মুখে রুমাল দিয়া,
ঘোমটা তোলার আগে তোমায় করিবও সাবধান
চান্দের আলো দেইখা তুমি হইও না অজ্ঞান
জামাই নিয়া কিপ্টার বেটা ছুনো কিনছে আনা আনা,
আলতার মধ্যে গঙ্গার পানি পায়ে লাগে না
এতো সস্তায় আসমানীরে পাওয়া যাবে না।
জামাই নিয়া কিপ্টার বেটা শাড়ি কিনছে বহর খানা,
গয়না কিনছে সদর ঘাটের নকল সোনা
মনে করছে গরিব মানুষ চিনতে পারবে না।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ সকাল ১০:০২