সামুর প্রতি ভাল লাগা তৈরি হওয়ার পেছনে আমার অন্যতম বড় একটা কারণ এর ইমোগুলা।
নেটের আর কোন জায়গার, এমনকি ম্যাসেঞ্জারের ইমোগুলাও আমার সামুর মত এতটা ভাল লাগে না।
সামুর ইমোগুলাকে আমার কাছে খুবই এক্সপ্রেসিভ মনে হয়! মাঝে-মধ্যে মনে হয় আমি বাস্তবেও সামুর ইমোগুলার মত এক্সপ্রেশন দিতে পারলে খারাপ হত না!
যাই হোক, সামুর প্রতি ভাল লাগা থেকেই ভাবলাম এর ইমোগুলার ভাবার্থ নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ করে ফেলি।
চুলচেরা বিশ্লেষণ তো করতে পারলাম না, শেষ পর্যন্ত মনে হয় আবুল হায়াতের টাকমাথা বিশ্লেষণ টাইপের কিছু একটা করে ফেলেছি!
যাই হোক, আমার এই টাকমাথা বিশ্লেষণ থেকেই সামুর ইমোগুলার কী ভাবার্থ বের হয়েছে একটু দেখে ফেলুনঃ


ইমোটার নিচের পাটিতে ছোট-ছোট অনেকগুলা দাঁত থাকলেও উপরের পাটিতে মাত্র দুইটা দাঁত কেন, আর সেই দুইটা দাঁতের মাঝখানে এত বড় ফাঁকই বা কেন, এই চিন্তা আমাকে মাঝে-মধ্যেই উদাস করে ফেলে!


ব্লগের অনেক ভাইয়াদেরই আপুদের পোস্টে যেয়ে এই ইমোটা ব্যবহার করতে দেখা যায়। আপুরাও সেটাকে সহজভাবেই নেন, এবং মাঝে-মধ্যে উনাদেরকেও এই ইমোটা ব্যবহার করে ভাইয়াদের মনে ঝড়ে তুলতে দেখা যায়!
কিন্তু বাস্তব জীবনে কোন ভাইয়া যদি আপুকে এইরকম শাহীভাবে চোখ টিবি মারেন, তাহলে ইভ টিজিংয়ের দায়ে মামলা খাবেন নিশ্চিত!


ইমোগুলার ক্রিয়েটর কেন নাক দিয়ে পানি বের করারও একটা ব্যবস্থা করলেন না, এই আক্ষেপ আমাকে এখনও পোড়ায়!



এই ইমোর ভাবার্থ, পাগলরে কইছো সাঁকো নাড়াইতে! এইবার বুঝবা বাছাধন কত ধানে কত চাইল!


ব্লগে যখন অনেক সময় চরম অশ্রাব্য ভাষায় গালি দিয়ে কাউকে এই ইমোটা ব্যবহার করতে দেখি, আমি তখন বেশ মজাই পাই!




আমি নিজেও এখন এই বিশ্লেষণধর্মী পোস্টটা লেখতে লেখতে এই ভাবটা নিয়ে বসে আছি!

:!> - এইটা লজ্জায় লাল হয়ে যাওয়ার ইমো।
এখন যাদের গাত্রবর্ণ কালো তারা তো লজায় লাল হবে না। সেই হিসেবে তাদের জন্যও আলাদা কোন ইমোর ব্যবস্থা করা উচিৎ ছিল। সেটা না করে শুধু ধবলদের জন্য আলাদা ইমোর ব্যবস্থা করে এরকম রেসিয়াল আচরণ করার জন্য সামুর প্রতি আমার তীব্র ধেক্কার!
:#> - বিয়ের আসনে বসে বর-কনেও মনে হয় না এতটা লজ্জা পায়, এই ইমোটা যতটা লজ্জা পাইতেসে!

অ্যাঁ!
:> - এইটা কিসের ইমো আমি নিজেও বুঝি না!
ব্লগের আপুরা মনে হয় এই ইমোটার ব্যাপারে ভাল বলতে পারবেন!
:-< - এইটা বোর হওয়ার ইমো।
আপনার কোন পোস্টে এই ইমোসহ কমেন্ট পাইলে ভুলেও আর সেই পোস্ট রিপোস্ট করবেন না!
এই ইমোর ভাবার্থ, তোমার এই অখাদ্য মার্কা পোস্ট একবার হজম করসি। কিন্তু নেক্সট টাইম এইরাম পোস্ট করলে তোমারে পচায়া ধুয়া ফেলব! ( আমার পোস্টের এই পর্যন্ত যারা আসতে পেরেছেন, আমি নিশ্চিত এই ইমোটা ব্যবহার করার জন্য তাদের হাত এখন নিশপিশ করছে!)

(পোস্ট লেখতে লেখতে আমার নিজেরই এখন এই ইমোটা ব্যবহার করতে ইচ্ছে করতেসে!)

কাজেই এই ইমো দেখলেই সাবধান! আক্রমণ যে কোন সময় যে কোন দিক থেকে চলে আসতে পারে!

গা জ্বালানোর জন্যও এই হাসির কোন জুড়ি নাই!

'কস কিরে মফিজ?!'


:-& - এইটা কনফিউজড হওয়ার ইমো।
কিন্তু ইমোটার মুখ সবুজ কেন, এইটা চিন্তা করে আমি নিজেও কনফিউজড!


কিন্তু অভিনন্দন জানাইতে কেন জন্মদিনের তিনকোণা টুপি পড়ে নিতে হবে, বুঝতেসি না! টুপির পাশের সাইনগুলাও জুম করে দেখেও আমি বুঝতে পারলাম না।

কিন্তু ইমোর লাল অংশটা কী জিনিস, ঠোঁট না মাড়ি, এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার না!
অনেক দিন পর ব্লগে কিছু লেখলাম।
কিন্তু লেখার সাইজ দেখে আমার নিজেরই এখন আক্কেল গুড়ুম হওয়ার যোগাড়!
এইরকম আজাইরা একটা টপিক নিয়া এত বড় লেখা আমি কিভাবে লেখলাম?!!
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৭