স্বপ্নে যা কিছু চেয়েছ-
ঢের বেশি পেয়েছ বাস্তবে,
তবু অতৃপ্ত বাসনায় খুঁজেছ কল্পলোকের স্বর্গ।
হীরেয় গড়া তাজমহল এক, হয়তো ছিল ছোট,
ভেঙ্গে সেথায় গড়লে কাঁচের প্রাসাদ অনেক বড়।
সকাল, দুপুর, বিকেল বেলা ভাঙ্গা গড়ার খেলা-
প্রাপ্তিযোগের জাহাজ ছেড়ে ভাসাও মেকির ভেলা,
অকুল পাথার সন্ধ্যা নেমে তমসা যদি ঘেরে-
ঈশ্বরের নামে দোষ দেবে ?
যেটুকু প্রয়োজন ছিল-
ঢের বেশি দিয়েছে প্রকৃতি,
তবু লুব্ধ হৃদয়ে ছুটেছ কল্পমানিক পানে।
ক্ষ্যাপা হয়ে পরশপাথর খুঁজে ফিরে আজ-
শেকলখানি সোনার দেখেও কপালেতে ভাঁজ।
দিনের পরে সপ্তাহ, আর মাস পেরিয়ে বছর-
তন্ন করে খুঁজলে কি যে, নষ্ট হল গতর,
পেয়ে হারানোর বিষে দেহ হয় যদি নীল-
তবুও ঈশ্বরের নামে দোষ দেবে ?
যা হারানোর ছিল-
ঢের বেশি হারিয়েছে কালের অতল গহ্বরে,
তবু আবেগ স্রোতে ভেসে চলেছ সব অবহেলে।
বাস্তবতার ডুবোচরে আটকে, হঠাৎ যদি তাই-
পেছন ফিরে তাকিয়ে দেখ ফেরার রাস্তা নাই,
রিক্ত, নিঃস্ব, সর্বস্বান্ত, পথ হারিয়ে যদি-
সাগর কিংবা মহাসাগর হয় হতাশার নদী,
দুঃখের যৌবন তাতে ভরে কানায় কানায়-
ঈশ্বরের নামে দোষ দিওনা ।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২