তোমায় ভালবাসতে আমার দেখতে হবে পাঁজি,
গুনতে হবে প্রহর, শেষে আসবে লগন বুঝি?
একদমই না, একদমই না-
প্রিয়া, শোন দিয়া মন-
ভালোবাসবো তোমায় আমি যখন খুশি তখন।
ভালোবাসা দিবস কেবল ভালবাসার দিন ,
এ যেন দায় কিস্তি শোধে ৩৬৪র ঋণ,
ভালোবাসার লালন নাকি দিবস উদযাপন,
আদালতে আসামির কি হাজিরা পালন?
একদমই না, একদমই না-
প্রিয়া, শোন দিয়া মন-
ভালোবাসবো তোমায় আমি যখন খুশি তখন।
ফাগুন এলো, তাই বুঝি বাসতে হবে ভালো ?
তুমি ভালোবাসলে তবেই বসন্ত আজ এলো,
তোমার হাসি দেখে ধরায় ফুটল কত ফুল,
অনুরাগের ছোঁয়ায় হবে উপহারে ভুল!
কেমন করে, কি দেই বল, গোলাপ দেবো তোমায়-
গন্ধ দিয়ে শুকিয়ে যাবে, থাক না সে ওর শাখায়;
তার চেয়ে বরং সূর্যটাকে তোমায় দিয়ে দিলাম-
ভোর বেলাতে ঘুম ভাঙাবে, সারা দিনে আলো;
যেমন আমি সঙ্গী তোমার মন্দ কিংবা ভালো,
গোধূলিতে বিদায় নেবে জাগিয়ে নতুন আশা
এমনি করেই দিন গড়াবে- বাড়বে ভালোবাসা,
মেঘলা দিনে তোমার সাথে খেলবে লুকোচুরি ;
তোমার আমার সারা দিনে যেমন দোস্তি আড়ি।
আড়ি তুমি যতই কর বাসবো তোমায় ভালো-
৩৬৫র বছর জুড়ে, না হয় বেশি আরও,
যা ই বল তা ই জীবন জুড়ে তুমি আমার তেমন-
বাতাস মাঝে নিঃশ্বাসের অক্সিজেন যেমন।
তবুও-
ভালবাসতে আমার দেখতে হবে পাঁজি,
গুনতে হবে প্রহর, শেষে আসবে লগন বুঝি?
একদমই না, একদমই না-
প্রিয়া, শোন দিয়া মন-
ভালোবাসবো তোমায় আমি যখন খুশি তখন।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২০