চোখে ঘুম নেই তবু স্বপ্ন দেখি-
সরলতার বিশাল আকাশ, আমি সেথায় সূর্য।
বাস্তবতা ডেকে বলে-
ওরে বোকা, গোলকধাঁধাঁয় পরেও ভাবিস সম্রাট নিজেকে!
আলেয়ার পিছু ছুটিস নে আর, এখন বরং ঘুমো।
চোখে ঘুম নেই তবু স্বপ্ন দেখি-
সত্যের দেবী সামনে, আমি তাঁরই ধ্যানে মগ্ন।
বাস্তবতা ডেকে বলে-
ওরে বোকা, কলি যুগেও খুঁজে ফিরিস উত্তরসূরি যুধিষ্ঠিরের!
পণ্ডশ্রম করিস নে আর, এখন বরং ঘুমো।
চোখে ঘুম নেই তবু স্বপ্ন দেখি-
অবিশ্বাসের ঋণ শোধ, বিশ্বাসের সঞ্চয় বাড়ছে দ্রুত।
বাস্তবতা ডেকে বলে-
ওরে বোকা, মীরজাফরের ঠিকই পাবি দেখা পলাশীর প্রান্তরে,
মিরমদনকে ডাকিস নে আর , এখন বরং ঘুমো।
চোখে ঘুম নেই তবু স্বপ্ন দেখি-
নির্লোভ পৃথিবীতে, মোহহীন এক জীবন উৎসর্গিত মোর তরে।
বাস্তবতা ডেকে বলে-
ওরে বোকা, নৌফেলের ভুল ভাঙবে না, তাঁর বিবেক গেছে মরে,
হাতেম তাইকে খুঁজিস নে আর, এখন বরং ঘুমো।
চোখে ঘুম নেই তবু স্বপ্ন দেখি-
নিঃস্বার্থ ভালবাসায় সিক্ত, আমার সঙ্গী তুলনাহীনা।
বাস্তবতা ডেকে বলে-
ওরে বোকা, সব ভুলে তুই মজে আছিস ক্লিওপেট্রার ছলে,
রূপের জালে জড়াস নে আর, এখন বরং ঘুমো।
চোখে ঘুম নেই,
ছলনা আর প্রতারনা সিংহ দ্বারের দুই অতন্দ্র প্রহরী,
তাদের ক্লান্তিহীন পাহারায় ঘুম গিয়েছে ভেগে,
তাইতো এখন স্বপ্ন দেখি, স্বপ্ন খুঁজি জেগে।
স্বপ্ন গুনি, স্বপ্ন বুনি, স্বপ্নে বাঁধি ঘর-
সুখের ছায়ায়, শান্তি নীড়ে সাজানো সংসার।
বাস্তবতা চোখ রাঙিয়ে আমায় ডেকে কয়-
বোকামি আর করবি কত? সব তো সবার নয়।
তবুও স্বপ্ন দেখি-
আস্থাহীনতার দিন ফুরোলো, কালো রাত্রি শেষে-
নতুন সূর্যোদয়ের রাগে সোনালি ভোর হাসে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪