তুমি ক্ষমা করবে জানি বলেই দুর্ব্যবহার করে ফেলি
তুমি ক্ষমাকর ক্ষয়িষ্ণু, চঞ্চল দোতারা।
তুমি শুশ্রূষা করবে জানি বলেই আহাত হই ভেবে
করি অদ্ভুত বেত্রাঘাত, সমস্ত কেঁপে ওঠে শুধু
তুমি স্থির করে দেবে বলে মঙ্গল সেবিকায়।
এ হৃদয় পেলে কোথায়?
সবচে বিষাক্ত তীর ছুঁড়ে দিই, করি অবজ্ঞা
রাজ্যের বিদ্রুপ ঝেড়ে করি আমার নরকফসল,
সেখানেও সুমিষ্ট ফলাও কী করে, সে কোন মাতৃহৃদয় নিয়ে
করো অক্লান্ত অমর সাহিত্য রচনা?
কী করে?
কী করে?
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩১