মুনাস সাবাহ (আমার শ্বাশুড়ি, আমার মেয়ে ( প্রাণপ্রিয় ভাগ্নী ))
আজ অনেকদিন পর লিখছি..। আজ একটা গানের কর্ড নিয়ে এলাম, আমার শ্বাশুড়ি, আমার মেয়ে ( প্রাণপ্রিয় ভাগ্নী ), আমার রাজকুমারির জন্য। ওঁকে অনেক মিস করি..। ও যখন হাঁপিয়ে হাঁপিয়ে গুটি গুটি পাঁকা পাঁকা কথা বলে, মন চায় সারাদিন ওর কথা শুনি..। সত্যিই ইচ্ছে করে তোকে পৃথিবীটা দিয়ে দেই মা..। অনেক ভালোবাসা তোমার জন্য।
কর্ডটা আমার নিজের করা..। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
(Em) লক্ষ্মীসোনা, আদর করে দিচ্ছি তোকে (D),
(Bm) লক্ষ চুমু, মায়া ভরা তোরই (Em) মুখে।
(Em) লক্ষ্মীসোনা, আদর করে দিচ্ছি তোকে (D),
(Bm) লক্ষ চুমু, মায়া ভরা তোরই (Em) মুখে।
(Em) কলিজা তুই (G) আমার, তুই যে (Em) নয়নের (D) আলো,
(D) লাগেনা তুই (Bm) ছাড়া, (D) লাগেনা তো যে (Em) ভালো।
(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।
(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।
(Em) তুই আমার জীবন,
(Am) তুই ছাড়া মরণ,
(D) তুই যে আমারই
(Bm) সাত রাজারও ধন। - [ ২ বার ]
(Em) কলিজা তুই (G) আমার, তুই যে (Em) নয়নের (D) আলো,
(D) লাগেনা তুই (Bm) ছাড়া, (D) লাগেনা তো যে (Em) ভালো।
(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।
(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।
(Em)তুই চাঁদের কণা
(Am)তুই ছানা বোনা,
(D)তুই যে আমারই
(Bm)সব সুখেরই ঘর। [ ২ বার ]
(Em) কলিজা তুই (G) আমার, তুই যে (Em) নয়নের (D) আলো,
(D) লাগেনা তুই (Bm) ছাড়া, (D) লাগেনা তো যে (Em) ভালো।
(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।
(Em) রূপকথা তুই তো (D) আমারই,
(C) জীবনের চেয়ে আরো দামি।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৬