একটা K.G. school এ SIR হতে চেয়েছিলাম
ইন্টারভিউ এ গেলাম । শিক্ষক নেয়া হবে ১ জন ক্যান্ডিডেট ৩৪ জন
তাতে কি আমার পর্যাপ্ত কনফিডেন্স আছে
ইন্টার ভিউ ২ পর্বে ভাগ করা হল । প্রথম পর্বে মাত্র ১১জনপাশ কর্ল । আমিও একজন
এখন ভাইবা
কিন্তু ভাইবার আগেই মডারেটরদের মুভমেন্ট আমার কাছে পরিষ্কার হয়ে গেল কে চাকরি পাবে তা পূর্ব নির্ধারিত। এবং বেশিক্ষন লাগলনা বুঝেও গেলাম কে পাবে চাকরিটা ।
এই তো পেয়ে গেলাম সুযোগ
ডাক পরল আমার । জীবনের প্রথম ইন্টার-ভু (এখন পন্ত ঐটাই শেষ) যেই সব প্রশ্ন জিগাইল তার উত্তর দিতে মুঞ্চাইতাছিল না
ওরা যদি সত্যি উত্তর না জানত তাইলে তাদের K.G ইস্কুলের কোন একটা বাচ্চারে জিগাইলেই কৈয়া দিতে পারত আমি শিওর
এর পরেও বেপক গুগোল ছার্ছ দিতাছি টাইপ ভাব নিয়া উত্তর দিতাছি । একটা উত্তর ইচ্ছা কৈরা ভুল করলাম । এখন আমারে কয় "আপনার অবস্থা তো খুবি খারাপ এত সহজ প্রশ্ন গুলার উত্তর এত ঝামেলা হচ্ছে কেন ?"
আমিঃ "আপনারা খুব ভাল করেই জানেন যে এখানে এমন একজনো নেই যে কিনা এই প্রশ্ন গুলোর উত্তর দিতে পারবে না । তার পরেও হেলামি প্রশ্ন উত্তর পর্ব কেন সাজিয়েছেন ?"
মডুঃ "মানে?"
মানে এই ধরনের আজগুবি প্রশ্ন উত্তর পর্ব না সাজিয়ে তো আপ্নারা যাচাই করতে পারতেন আমি বা আমরা ছোট্ট বাচ্চাদের কিভাবে দেখব, কিভাবে শিখাবো এইসব । না তা করছেন না করছেন কি আপনাদের চ্যায়াম্যান পর্ষদকে বুঝাচ্ছেন তাই নয় কি ?"
মডুঃ "আপনার কি চাকরি করার ইচ্ছা নেই ?"
আমিঃ "ইচ্ছা না থাকলে তো আসতাম না"
মডুঃ "তাহলে এরকম করতেছেন কেন? জবাবদেন পারফম দেখিয়ে চাকরি নিয়ে চলে যান" (আহ আরো একটা সুযোগ দিল আমাকে থেনকু)
আমিঃ "ইন্টারভিউ আমি যেমনি দেই চাকরি আমার হবে না এটা জানেন তো"
মডুঃ মানে ?
আমিঃ "কাগজে লিখে দেই একজন ক্যান্ডিডেটের নাম ? যে চাকরি পাবে"
মডুঃ "ঠিক আছে আপনি আসতে পারেন"
আমিঃ "আমার কাগজ গুলোকি ফেরত দেবেন"
মডুঃ "হ্যা নিয়ে যান । আচ্ছা আপনি জেনেও আসলেন কেন ?"
আমিঃ "জানতাম না । এখানে এসে বুঝেছি । এত দিন শুধু শুনতাম মামা-খালুর কথা আজকে প্রমান পেলাম"
তাদের আরো কিছু জবাব দিয়েছিলাম দিয়ে রুম থেকে বেড়িয়ে এসেছিলাম যেগুলো এখন মনে নাই
ঐ দিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর চাকরির ইন্টারভিউ ফেস করব না উপযুক্ত লিংক না থাকলে
লাগলে পুরা লাইফ "হিমু" থাকুম
এবং এখনো এটাই বলি আমি ।
আরেকটা ইন্টার ভিউয়ের প্রস্তুতির গল্প বলি ।
তখন শেয়ার মার্কেট তুমুল হাই প্রফাইল নিয়া চলতাছিল । এক বড় ভাই বিশেষ লিংকএর কল্যাণে এক ব্রোকার হাউজের বিশেষ পদে আছেন । এখন ঐ খানে একজন কম্পিউটার অপারেটর বা এরকম কিছু একটা পদে লোক লাগবে । তো বড় ভাই জানে আমিই আছি পুরা ব্যাচে এক পিছ যে কম্পিটার বুঝে কিছু । তো ভাই কর্ল কি , পুরা ব্যাচরে ডাকালেন, ডাকায়া কয় "হাউজে লোক নিবে আমি চাই তোমাদের একজন আসো তার চাকরি মাস্ট"
সবাই আমারে দেখাইল । ওকে আমিও রাজি । কারন আগেই কৈছি উপযুক্ত লিংক ছাড়া চাকরি তো পরে ইন্টার-ভু ই দিমুনা ছালা
যেহেতু হাই লিংক আমিও রাজি ।
CV. ছবি সহ যা কিছু লাগে সব নিয়া জমা দিতে গেলাম ঘনিষ্ট ৫ জন মিইলা । কারন ভাইর অফিসে গেলে যেই জম্পেশ আড্ডা আর খানাপিনা হয় ইয়াম্মি । তার কয়েক দিন পর থেকেই মার্কেট ধশ খাওয়া শুরু করল । যার প্রভাব বর্তমানেও বিদ্যমান । শেয়ার মার্কেট তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে চাচ্ছে ।
সে যাই হোক লোক নেয়া স্থগিত করল । আমার ইন্টার-ভু শেষ ।
প্রার্থনায় উত্সর্গঃ হে মহান করুনাময় তুমি, মেহেদী হানান মানিক ভাইএর দিকে তোমার করুনার হাত বাড়িয়ে দাও ।
মানিক ভাই চাকরি আপনি পেয়ে যাবেন, শুখবরটার অপেক্ষায় রইলাম মানিক ভাই, শুভ কামনা জানবেন ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১০