আমার পরিচিত এবং অপরিচিত কত গুলো ছোট্ট ছোট্ট ফুল আছে । এদের কিছু ছবি আমি সংগ্রহ করেছি, কারন দেখলেই আদর করতে মনে চায় । পরে ভাবলাম সবার সাথে শেয়ার করি ।
১।
এর নাম সাফি । এর কারনেই বাচ্চাদের ছবি কালেক্ট করার আগ্রহ পাইছি ।
২।
অরে বাবা এরে নিয়া বেশি কিছু বলতে পারব না ।যেই রাগ দেখায় ।
৩।
এ আবির। এখন অবস্য আবির হাটতে পারে , কিন্তু ছবিটা তোলা হয়েছিল যখন আবির হাটার জন্য আমাদের পা ব্যাবহার করত ।
৪।
ভাল থাকিশ মেয়ে । অনেক বড় হবি একদিন
৫।
এই দুজনকে দেখে মনে হচ্ছে এরা একে অপরকে পেয়ে মহা খুশি । আসলেই কিন্তু তাই ।
৬।
ও হচ্ছে বিভোর । থাক বিভোরকে আর ডিষ্টার্ব না করি । পরে না আবার খামচি খাই ।
৭।
এই আম্মুটা চানাচুর খুব পছন্দ করে ।
৮।
আয়না । মাঝে মাঝে আয়না তার বাবাকে বানর সেজে গাছে উঠতে বাদ্ধ্য করে । এবং লোকমুখে শুনেছি তখন (গাছে উঠার পরে) তার বাবা কলা এবং চিনা বাদাম খেতেও নাকি বাদ্ধ্য হয়
৯।
এই আম্মুটার নাম শিথি । আমি যখন ছোট্ট ছোট্ট ফুল সংগ্রহ করছি তখন তার বাবার কাছে যখন ছবিটা চেয়েছিলাম তিনি বলেছিলেন শিথি আজ থেকে আপনারো নিয়ে যান
তিনি দিয়েছেন আমি নিয়ে চলে এসেছি
১০।
আমি ভেবেছিলাম এটা ঊর্মির সুহা, আসলে এ পাপড়ির সুহা ।
১১।
শীর্ষ । সবার শীর্ষে একদিন এর অবস্থান হবে ।
১২।
ভাষা । এই ফেব্রুয়ারীতে ভাষার বয়স হবে এক বছর ।
১৩।
হাঁসি টা অনেক সুন্দর না ?
এ হচ্ছে স্পেশালচাইল্ড
১৪।
সাদ । এর ছবি কালেক্ট করতে আমার কাল ঘাম ছুটেছে
সাদের বাবা যখনি সাদের ছবি দেয় সেই ছবির একটা বিসাল অংশ জুরে নিজেই বসে থাকে । কি আজিবরে বাবা ।
১৫।
ইনি এখন ব্লগিং করেন ।
১৬।
কাজিন বড় ভাই কি জানি দেখাইতেছে যেই পিচ্চিটারে এও এখন ব্লগিং করে । আম্রা খুজে বের করার চেষ্টা করছি এরা কারা ??
১৭।
এর নাম অহনা । ২২ নাম্বার কমেন্ট থেকে নিয়েছি তাই বেশি কিছু জানিনা । খালি জানি পরী একটা ।
১৮।
রিমু , ঝিমু , নুহা । ২৩ নাম্বার কমেন্ট থেকে নিয়েছি ।
১৯।
চট্টগ্রামে গিয়েছিলাম ঘুরতে । পতেঙ্গায় এই ফুলটাকে দেখে তার বাবার কাছে একটা ছবি তোলার অনুমতি চাইতেই তিনি বলেছিলেন “না না আর লাগবে না । অনেক গুলো তুলেছি । আর তাছাড়া আমাদের নিজেদেরই ক্যামেরা আছে” ।
বুঝেন অবস্তা
পরে যখন বুঝাইলাম যে আমরা নিয়ে যাব নিজেদের জন্য । তখন ভদ্রলোক লজ্জা পেয়ে গিয়েছিলেন । এবং আমাদের ছবি তুলতে দিয়েছিলেন ।
২০।
এই ফুলটা গত ৫ জানুয়ারি আমাদের পৃথিবীর সদস্য হয়েছে । তাই মনে হয় এখনো তার জন্য কোন নাম বরাদ্য দেয়া হয় নি ।
২১।
সুমন ভাইরে কি আমি এমনেই গন্ডমূর্খ ডাকি ? ছবিটা দিয়া আমারে কয় আমার ভাগ্নি হৃদিতা সোনা। আরে বেটা তোর ভাগ্নি আমার কি লাগে তাইলে
যাইহোক এ আমার হৃদিতা মামনি
২২।
দোলা মনি ।
২৩।
হিয়া মনি । আমারো ভাগ্নি কমেন্ট নাম্বার ৪৭ ।
২৪।
পার্সি। অনেক কিউট , কিন্তু অনুমতি পেতে তিনদিন লাগছে
২৫।
চেহারাই বলে দেয় কত টা দুষ্ট
২৬।
কয়েক মাস আগে পৃথিবীতে আসছেন ইনি । সাদমান সিফাত ।।
২৭।
নামটাই মুহাম্মদ।
২৮।
লুবাবা । উপরে এর ছোট ভাই । দুজন ই কিউট ।
২৯।
ফুলের রানী । নামটা জানি না । পরে দিয়ে দেব । ১২৯নাম্বার কমেন্টের মাধ্যমে পাইলাম ।
=============================================
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১০