বাংলাদেশে পালিত বিভিন্ন দিবস সম্মন্ধে আমরা কম বেশি সকলেই জানি । এর মদ্ধে কিছু আছে জাতীয়, কিছু আছে আন্তর্জাতিক । আবার কিছু একদম আঞ্চলিক করিডরে উদজাপিত হয়ে থাকে। প্রতিটা দিবসের জন্য কোন একজন বা একাধিক ব্যাক্তির অবদান থাকেই থাকে ।যেগুলো আমরা পালন করে থাকি।
আসছে ১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস । এই বাংলা ব্লগ দিবস কাদের জন্য ? সহজ উত্তর আমাদের জন্য । আমরা কারা ? আমরা যারা ব্লগার । আমাদের জন্যই এই দিবস । খালি লেখলাম পড়লাম কেচাল করলাম এতেই যদি ব্লগিং শেষ মনে করা হয় তাহলে আমি বলব দরকার নাই সেই ব্লগিং এর ।
যাইহক কথা বল্লে বলতেই থাকব এক রাত শেষ হয়ে গেলেও ব্লগ নিয়ে লেকচার কপচানি শেষ হবে না । এইসব বাদ আমার প্লান টা ব্যাখ্যা করি
আগামী ১৯শে ডিসেম্বর ঢাকায় ব্লগ ডে উদযাপন হবে। বিভিন্ন অসুবিধায় আমাদের অনেকেরই হয়ত এই অনুষ্টানে যোগদান করা সম্ভব হবেনা। আর এই অনুষ্ঠানটাকে শুধু ঢাকায় না রেখে সারা দেশে ছড়িয়ে দেয়ার প্রয়াস দেখলাম শুধুমাত্র আমাদের প্রিয় somewhereinblog এর ব্লাগার দের মাঝেই।সিলেট থেকে এখন্ও কোন সারা শব্দ পাইনি ব্লগ ডে উদজাপনের কোন প্লান। তাই আমি এবং আরও কয়েকজন ব্লগার মিলে চিন্তা করেছি আমরা সিলেটে ব্লগ ডে উদযাপন করব । কোথায় কিভাবে এই ব্লগ ডে উদযাপন করা যায়, এ ব্যাপারে সিলেটে অবস্থানরত ব্লগারদের মতামত প্রয়োজন । চলুন আমরা সবাই মিলে একদিন কোথাও বসে চা খাই আর ব্লগ ডে নিয়ে আলোচনা করি।
আমাদের হাতে সময় আর খুব বেশি নাই । তাই আগ্রহি ব্লগারদের অনুরোধ করব এই পোস্টে আপনাদের সুচিন্তিত মতামত দেয়ার জন্য । একই সাথে নিচে আমার ফেসবুক লিংক দিলাম, এখানে ইনবক্সে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন । আর আপনি যখনই এই বিষয়টি অবগত হবেন, আপনার সাথে যে সকল ব্লগারের যোগাযোগ আছে যারাকিনা সিলেট থাকেন তাদেরকে দয়া করে জানাবেন ।
সবাই মজা করে ঢাকায় ব্লগ ডে উদযাপন করবে, আর আমরা সিলটি ব্লগাররা বসে বসে মুড়ি খাব ? না, এটা হতে পারেনা । আসেন ভাইসাব/আফুরা, ঢাকার বাইরেও যে চমৎকার ব্লগ ডে উদযাপন করা যায় তা আমরা সিলট বাসি ব্লগাররা সবাইকে দেখিয়ে দেই ।
আমার ফেবু :- http://www.facebook.com/himuhello
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০