হপ্তাশেষের খুব দুপুরেও অবসর আজ বিলাসীতা
খুব রাত্তির স্বপ্ন আনে , ঘুম আনেনা চোখের পাতা।
সামান্য এক স্বপ্ন ছিল, একটা নদীর এপাড় ওপাড়
মাঝ নদীতেই স্বপ্ন ভেঙে ঘূর্ণি ডোবায় ভোলায় সাতার ।
গল্প কথার পানসীগুলি এতো এতো মিথ্যে ছিল!
স্বপ্ন ভাঙার আর্তনাদে বন নদী সব উজার হলো!
তবুও দেখি স্বপ্ন, যেমন এপাড় ভেঙে ওপাড় জাগে
দেখবো মুঠোয় তারা নিলে দগ্ধ হতে কেমন লাগে।