সূর্য,শুনতে পাচ্ছো?
শুনতে!!!
না,শুনতে পাই নি
অনুভব করেছি
বলো কিরন
এত দিন পর
হঠাৎ আমাকে ফোন?
কেন, পারি না দিতে
অধিকার টা নেই বুজি?
অধিকার!!! হা হা হা
বড্ড বেমানান এটা
গরিবের অধিকার বলে
কিছু থাকে না কিরন
আর যেটুকুওবা পায়
সেটা ছিনিয়ে নিতে হয়
তোমরাদের মতো ধনীর দুলালিরা
সেটা জন্মসূত্রে পেয়ে থাকো
তবে কেনো থাকবে না
বলো কিরন, কি বলবে?
বলতে আসি নি সূর্য
জানতে এসেছি
কেমন আছো সূর্য?
গরিবেরা খারাপ থাকে না কিরন
দু বেলা ডাল ভাতেই তারা তৃপ্ত
ইসস
একটা কথা এতো বার বলছো কেন
বুজেছি কিরন
কি?
প্রেয়সীর মন যদি নাই বুজিতে পারি,
তবে কি ভালো বেসেছিলাম
হয়তো তুমি ভাবতে না
আমিতো ঠিকই ভেবেছিলাম
গরিব তোমার সহ্য হয় না কিরন
আার
সেটা থেকে আমিও বাদ পরি নি
হয়তো তাই আজ
স্বামী সন্তান নিয়ে
সুখেই আছো
পাশাপাশি দাড়ালে হয়তো
ভালোই লাগে তাই না?
তবে হয়তো,
আমার পাশে তোমাকে আরও ভালো মানাতো
যাই হোক,
কেন ফোন দিছো সেটা কিন্তু বললে না,
কিরন,কিরন......
কি হলো,কথা বলছো না কেন?
না ভাবছি,তোমাকে কি বলি
জানো সূর্য,
মাঝে মাঝে মনে হয়
কাছে নেই তুমি
ভালোই আছি আমি
হয়তো মনের ভিতর একটা
পরিপূর্নতা
তবে,
আমার প্রতিটা সময়,প্রতিটা মুহুর্ত
বার বার মনে করিয়ে দিয়ে গেছে
কাছে নেই তুমি,
ভালো নেই আমি
কিসের এত শূন্যতা
এই শূন্যতা আর পরিপূর্নতার
দ্বীধা দ্বন্দ্বে
আজ আমি হারিয়ে
জীবনের বাস্তবতা গুলো পেরিয়ে
বড়ো অসহায়
এর নাম যদি ভালোবাসা হয়
তোমাকে ভালবাসি
বড্ড ভালোবাসি
হয়তো নিজের চেয়েও বেশি......
মাকে সেদিনো বলেছি,
আজ তোমাকেও বলছি
সূর্য ছাড়া আমি আর কাউকে
আমার জীবনে কল্পনা করতে পারবো না
আমি সূর্যকে সাত জনমের জন্য পেতে চাই
এই জনমে নাইবা পাই
আফসোস রইবে না,
ভালো থেকো,অপেক্ষায় আছি
তোমার প্রেয়সী.........