ভীষন ইচ্ছা করছিলো
তোকে একটি নজর দেখবো,
তুই বল'তো
নিজেকে আর কতোটুকু ধরে রাখবো
মনে হচ্ছে কয়েক শত বছর
তোকে দেখি নি,
সেই দেখেছিলাম এক বসন্তে
তার পর পার হয়েছে হাজারটা বসন্ত।
শীক্ত গাছ গুলো তার নির্জলতা খুজে পেলেও
আমার এই শীক্ত মনকে কেউ নির্জল করে নি।
শেষ বার বলেছিলি,
যদি কখনো হারিয়ে যাই
তোর মনের মাঝেই হারিয়ে যাবো,
মনের মতো খুঁজে দেখো
অন্য কেউ পাক বা না পাক
তোমায় আমি দেখা দিবো।
কথা তুই ঠিকই দিয়েছিলি
সেই বসন্তে
কিন্তু রাখতে পারিস নি,
আমি খুঁজতে খুঁজতে নিজেকে
আজ ছিন্ন বিছিন্ন করে ফেলেছি
কোই কোথাও নেই তুই।
শেষ দেখায় বলেছিলি,
দূরুত্বটা বজায় রাখতে।
তাই,হয়তো জোড় করেই
মন কে করেছি প্রস্থান,
এতোটা কাছে তুই আমার
তবুও উত্তর মেরু, দক্ষিন মেরু
দুই মেরুইতে দুজনার অবস্থান।