
যে ফাইলটি ডাওনলোড করতে চান সেটা ওপেন করুন। এবার ওপেন কৃত ফাইলের লিংক এ যান ।
যেমন :
http://www.esnips.com/doc/d43abda1-71a6-452b-ae80-675074b6bbc6/Shwamer-Bashi
লিংক এর /doc/ এর সাথে ns এড করে লিখুন /nsdoc/ । তার পর সে লিংকের শেষের অংশে /?action=DL এড করে লিখুন Bashi/?action=DL ।
এবার এন্টার প্রেস করে দেখুন। :
ও আরেকটা কথা কইতে ভুলে গেছি। এই ডাওনলোডিং নিয়ে রাশেদ ভাইয়ের পোষ্ট টা পড়বেন অবশ্যই।

(ফায়ারফক্স ব্রাউজার দিয়ে এই তরিকায় সুন্দর করে ডাওনলোড করা যায়। ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে এই তরিকা ব্যাবহার করলে ডাওনলোড অপশন না এসে উইন্ডোজ মেডিয়া প্লেয়ার দিয়ে প্লে হওয়া শুরু হতে পারে)