ডিজিটাল যুগ। মোবাইলের জামানা। বিশ্ব প্রতিপালকের সাথে যোগাযোগেও মনে রাখা যায়, ছয় ডিজিটের (২২,২২,২২) এই নম্বরটি। আপনার কি জানা আছে এই নম্বরগুলোর ভেতরে লুকিয়ে থাকা রহস্য? এ নম্বরগুলো অনেক ইমপোর্টেন্ট। মনে রাখুন এগুলো। হ্যাঁ, সত্যি। এই ছয়টি ডিজিট মনে রাখলে, বিশ্ব প্রতিপালক, মহামহিয়ান আল্লাহ পাকের সাথে আপনার যোগাযোগ বাধামুক্ত হবে। সরাসরি তাকে পেতে এই নম্বরগুলো মনে রাখুন। আসুন, জেনে নিই এই ডিজিটগুলোর ভেতরে লুকিয়ে থাকা রহস্য। প্রথম ডাবল টু মানে, রাত দু'টোর পরে, দ্বিতীয় ডাবল টু অর্থ, দুই রাকাআত তাহাজ্জুদ, আর শেষ ডাবল টু দিয়ে বুঝাতে চেয়েছি, সালাত শেষে আপনার হৃদয়টাকে ভেঙ্গে চৌচির করে, প্রিয়তম প্রতিপালকের উদ্দেশ্যে নিবেন করা আপনার চোখের দু'ফোটা অশ্রু। বুখারী শরীফে বর্নিত সহীহ হাদিসে জানা যায়, 'প্রতি রাতের শেষ তৃতীয় প্রহরে আল্লাহ পাক দুনিয়ার নিকটবর্তী, অর্থাৎ প্রথম আসমানে অবতীর্ন হন এবং বান্দা-বান্দীদের ডেকে ডেকে বলতে থাকেন, কে আছে আমার কাছে দুআ করার, আমি সাড়া দেব, কে আছে আমার কাছে চাবে, আমি দিয়ে দিব, কে আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করব।'
ব্যস, তাঁর রহমতের দরিয়ায় জোশ আনার জন্য এরচে' বড় কোনো সিস্টেম আমার জানা নেই। তিনি তাঁর রহমতের কোলে আপনাকে অবশ্যই তুলে নিবেন। আপনি যা চাবেন মালিকের কাছে তাই পাবেন। আপনার অভাব তিনি দূর করে দিবেন। কষ্ট মুছে দিবেন। ব্যথা সারিয়ে দিবেন। শতবারের পরীক্ষিত এ পদ্ধতি। তবু মানুষের মন বলে কথা! পরীক্ষা করে দেখতে চাইলে আপনিও দেখুন না একবার।
অনুরোধ
সালাতুত তাহাজ্জুদ নফল সালাতের মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ন এবং মর্যাদার অধিকারী। নিয়মিত এই সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়। আমি এমন কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে এখনও পাইনি, যিনি তাহাজ্জুদগুজার নন। পবিত্র কুরআনে তাহাজ্জুদের জন্য উৎসাহিত করা হয়েছে। মূলত: তাহাজ্জুদের গুরুত্ব বুঝানোর জন্যই ক্ষুদ্র এই প্রচেষ্টা। দয়া করে উপস্থাপনাটিকে কেউ অন্যভাবে নিবেন না।
আল্লাহ পাক আমাদের অপরাধ ক্ষমা করুন। নির্বুদ্ধিতাকে জ্ঞানের আলোয় পরিবর্তিত করুন। নিয়মিত তাহাজ্জুদগুজার বান্দা বান্দি হয়ে তাঁর সন্তুষ্টিলাভের তাওফিক দান করুন।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১২