লেখার হাত ভাল, এমন কিছু ব্লগার রয়েছেন যারা অনেক দিন থেকে ব্লগে আছেন কিন্তু প্রথম পাতার এক্সেস পাননি। মন্তব্য এবং পোস্ট মিলিয়ে অলমোস্ট ভাল লিখে থাকেন এমন ব্লগারদের প্রথম পাতার এক্সেস দেয়া হলে এটা তাদের আগ্রহ বৃদ্ধির পাশাপাশি ব্লগকেও সমৃদ্ধ করবে, সন্দেহ নেই। তাদের উদ্ভাবনী শক্তির বিকাশ দেখার সুযোগও লাভ হবে আমাদের। এমন অনেক ব্লগার রয়েছেন, যাদের বছর পার হয়ে গেছে, কিন্তু পর্যবেক্ষন পিরিয়ড এখনও শেষ হয়নি। আপাতত: আমি কয়েকজনের নামোল্লেখ করলাম। আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনার জানামতে যিনি অথবা যারা ভাল লিখে থাকেন, কিন্তু এখনও প্রথম পাতায় যেতে পারেননি, দয়া করে তাদের ব্যাপারে তথ্য দিয়ে সাহায্য করুন। আপডেট করে তাদের নামও এই পোস্টে অন্তর্ভূক্ত করার চেষ্টা থাকবে। সম্মানিত মডারেটরবৃন্দকে আমরা তাদের বিষয়ে সঠিকভাবে অবহিত করতে পারলে হয়তো দ্রুত বিষয়গুলোতে তারা নজর দিতে সক্ষম হবেন এবং সমস্যাগুলোর একে একে সমাধানের পথ বেরিয়ে আসবে। তবে, ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য যে, অনেক যোগ্যতাসম্পন্ন ভাল লেখকের ব্যাপারেই হয়তো আমার ধারনা নেই। এজন্য সকলের স্বতস্ফুর্ত পরামর্শ একান্তভাবে কাম্য। আশা করি, আমাদের এই প্রিয় প্রাঙ্গন আরও প্রানবন্ত, আরও সতেজ, সবুজ হয়ে উঠবে সকলের সম্মিলিত প্রয়াসে। এই মুহূর্তে যাদের কথা বলতে পারি তারা হলেন-
সৈয়দ তাজুল
১ বছর ৪ মাস ধরে ব্লগিং করেন। পোস্ট সংখ্যা কম। মাত্র ৭টি। যদিও তার লেখার মান ভাল। মন্তব্য করেছেন: ৪৭৫টি। মন্তব্য পেয়েছেন: ১১৭টি। ঘুরে আসতে পারেন তার ব্লগ বাড়ি- সৈয়দ তাজুল
টারজান০০০০৭
ব্লগিং করছেন ১ বছর ৩ মাস। পোস্ট করেছেন: ৪৫টি। মন্তব্য করেছেন: ১৩৮৫টি। মন্তব্য পেয়েছেন: ২৭২টি। অনুসরণ করছেন: ২ জনকে। তাকে অনুসরণ করছেন: ১৬ জন। তার অনবদ্য মন্তব্যগুলো বেশ মজার। ভিন্ন আঙিকে দেয়া তার মন্তব্য অনেকের উপভোগের বিষয় এবং প্রিয় বটে। তিনি ইতিহাসের ছাত্র ছিলেন কি না জানি না। তবে তার মন্তব্যগুলো লক্ষ্য করলে দেখা যায়, ঐতিহাসিক বিশ্লেষনগুলোতে তিনি সিদ্ধহস্ত। এতে তার জ্ঞানের ছাপ পরিলক্ষিত হয়। তার ব্লগে যেতে পারেন- টারজান০০০০৭
ক্স
ব্লগিংয়ের বয়স ১ মাস। পোস্ট সংখ্যাও কম। মাত্র ২টি। কিন্তু মন্তব্যগুলো ক্ষুরধার। বুদ্ধিদীপ্ত। মন্তব্য করেছেন: ৩০৯টি। মন্তব্য পেয়েছেন: ২০টি। কাউকে অনুসরণ করছেন না তিনি। তাকে অনুসরণ করছেন: ৩ জন। তার ব্লগে যেতে হলে- ক্স
পদাতিক চৌধুরি
যতটুকু জানি, পদাতিক চৌধুরি এখনও প্রথম পাতার এক্সেস পাননি। তার ব্লগের বয়স আড়াই মাস। পোস্ট করেছেন: ১৫টি। মন্তব্য করেছেন: ৬১৩টি। মন্তব্য পেয়েছেন: ১৮৩টি। অনুসরণ করছেন: ৭ জনকে। তাকে অনুসরণ করছেন: ৪ জন। লেখার হাত বেশ ভাল। ঝরঝরে। মন্তব্যে দারুন। তার ব্লগে যেতে- পদাতিক চৌধুরি
কাউয়ার জাত
পোস্ট করেছেন মাত্র ৩টি। মন্তব্য করেছেন: ৫২৭টি। মন্তব্য পেয়েছেন: ১০১টি। ব্লগে আছেন: ১ বছর ৪ মাস। অনুসরণ করছেন: ১ জনকে। তাকে অনুসরণ করছেন: ১২ জন। তার বুদ্ধিদীপ্ত অসাধারন মন্তব্যগুলো ভাবনার খোরাক যোগায়। তার ব্লগে যেতে হলে-কাউয়ার জাত
সৈয়দ ইসলাম
পোস্ট করেছেন মাত্র ২৬টি। মন্তব্য করেছেন: ১১০১টি। মন্তব্য পেয়েছেন: ৪৯২টি। ব্লগে আছেন: ৩ মাস ৩ সপ্তাহ। তিনি অনুসরণ করছেন: ১১ জনকে। তাকে অনুসরণ করছেন: ১২ জন। তিনি ভাল লিখেন। আশা করা যায়, ব্লগে আলো ছড়াতে সক্ষম হবেন। তার ব্লগে ঘুরে আসতে পারেন- সৈয়দ ইসলাম
খাঁজা বাবা
পোস্ট করেছেন মাত্র ২৮টি। মন্তব্য করেছেন: ৩১১ টি। মন্তব্য পেয়েছেন: ২৪ টি। ব্লগে আছেন: ১ বছর ৬ মাস। তিনি অনুসরণ করছেন: ০৮ জনকে। তাকে অনুসরণ করছেন: ০১ জন। তার লেখা ভাল। আশা করা যায়, চেষ্টা করলে তিনি আরও ভাল লিখবেন। তার ব্লগ ঠিকানায় যেতে হলে- খাঁজা বাবা
যুক্তি না নিলে যুক্তি দাও
পোস্ট করেছেন মাত্র ১৩টি। মন্তব্য করেছেন: ৩৩৪ টি। মন্তব্য পেয়েছেন: ১০৫ টি। ব্লগে আছেন: ৪ মাস ২ দিন। তিনি অনুসরণ করছেন: ১৮ জনকে। তাকে অনুসরণ করছেন: ০১ জন। তার লেখা সুপাঠ্য। ব্লগে তিনি সময় দেন। আশা করা যায়, তিনি আরও ভাল করবেন। তার ব্লগ ঠিকানায় যেতে হলে- যুক্তি না নিলে যুক্তি দাও
জোয়ান অব আর্ক
পোস্ট করেছেন মাত্র ৬ টি। মন্তব্য করেছেন: ৭৮ টি। মন্তব্য পেয়েছেন: ১৮ টি। ব্লগে আছেন: ১ বছর ২ মাস। তিনি অনুসরণ করছেন না কাউকে। তাকে অনুসরণ করছেন: ০২ জন। তার লেখা মোটামুটি। ব্লগে তিনি সময় দেন কম। ব্লগ ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে ছিল। হতাশা তার ভেতরে। তাকে প্রথম পাতায় যেতে হলে, তার প্রতি রিকোয়েস্ট থাকবে, তিনি যেন ব্লগের প্রতি তার ভালবাসা প্রমানে সচেষ্ট হন। ব্লগটিকে ভালবাসুন। এখানে সময় দিন। নিত্য নতুন লেখা দিন। লেখাগুলোয় বৈচিত্রতা আনুন। মানুষের মনের খোড়াক যোগায় এমন কিছু লিখুন। আপনার জন্য কর্তৃপক্ষই ব্যবস্থা নিতে এগিয়ে আসবেন। তার ব্লগ ঠিকানায় যেতে হলে- জোয়ান অব আর্ক
কাওসার চৌধুরী
পোস্ট করেছেন মাত্র ৪৫ টি। মন্তব্য করেছেন: ৫০২ টি। মন্তব্য পেয়েছেন: ১৮০ টি। ব্লগে আছেন: মাত্র ৩ সপ্তাহ ৪ দিন। তিনি অনুসরণ করছেন: ০৯ জনকে। তাকে অনুসরণ করছেন: ১২ জন। তার লেখাগুলো দারুন। অল্প সময়ে ব্লগটিকে আপন করে নিয়েছেন তিনি। তার লেখাগুলোয় বৈচিত্রতার ছাপ রয়েছে। আশা করা যায়, ব্লগে তার মত প্রতিভার আগমন আনন্দের কারন হবে। তার ব্লগ বাড়িতে যেতে চাইলে- কাওসার চৌধুরী
মৌরি হক দোলা
পোস্ট করেছেন ১২ টি। মন্তব্য করেছেন: ৫৬ টি। মন্তব্য পেয়েছেন: ৫০ টি। ব্লগে আছেন: ১ মাস ১ সপ্তাহ। তিনি অনুসরণ করছেন: ১৯ জনকে। তাকে অনুসরণ করছেন: ২ জন। তার লেখার হাত ভাল। আশা করা যায়, ব্লগে তিনি ভাল করবেন। তার ব্লগ বাড়ি এই ঠিকানায়-
মৌরি হক দোলা
সুখবরটি জানিয়ে রাখছি:
ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি, সামহোয়্যার ইন ব্লগের সম্মানিত মডারেটরবৃন্দ ব্লগার পদাতিক চৌধুরি -কে সেইফ স্ট্যাটাস দিয়ে প্রথম পাতায় প্রবেশাধিকার দিয়েছেন গতকাল ২৩.০৪.২০১৮। এর জন্য তাদের প্রতি অন্তহীন কৃতজ্ঞতা। অভিনন্দন জানাচ্ছি পদাতিক চৌধুরি -কে। আশা করি, বাকিদের জন্যও তাদের আন্তরিকতার বহি:প্রকাশ অচিরেই দেখতে সক্ষম হব আমরা।
আলহামদুলিল্লাহ। গতকাল দেখলাম, ব্লগার কাওসার চৌধুরী কে সেইফ করা হয়েছে। এজন্য আবারও আন্তরিক কৃতজ্ঞতা ব্লগ এডমিনের সম্মানিত মহোদয়গনের প্রতি। অভিনন্দন, কাওসার চৌধুরী ভাইকেও।
অবশেষে সামুকে আবারও ধন্যবাদ টারজান০০০০৭ ভাইকে সেইফ করায়। অদ্য ১০.০৫.২০১৮ জানলাম তিনি এখন প্রথম পাতায়। তাকেও অভিনন্দন। তার নিকট থেকে শক্তিমান ভাল ভাল লেখা আশা করছে ব্লগাররা।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩