তাঁকে কেউ দেখেছে কি চর্মচক্ষে? দৃষ্টির পালকে?
অনুভবে দেয়া যায় কেবল হৃদয়ে তাঁকে ঠাঁই।
বস্তুরাজি প্রান পায় প্রতিক্ষন তাঁর সত্ত্বালোকে,
সকল কিছুতে মিশে তিনি- স্পর্শ স্পর্ধা কারো নাই।
তাঁর কোনো চোখ নেই- অথচ দ্যাখেন তিনি সব,
জগতের কোনো কিছু- এড়াতে পারে না দৃষ্টি তাঁর।
তাকে দেখা সাধ্যাতিত- দৃষ্টির নির্মাতা তিনি রব,
সব কিছু থেকে দূরে- তবু নন বিচ্ছিন্ন ভূ-ভার।
তাঁর ছোঁয়া প্রতিক্ষন- বাঁচায় জীবন তরী ধরা,
তাঁর ভালবাসা ফোটে- প্রভাতের স্নিগ্ধ সমীরনে।
তাঁর প্রেম খেলা তরে- সাগরের উর্মীমালা গড়া,
তাঁর দয়া ছেয়ে যায়- জোছনায় চাঁদের কীরনে।
তাঁরই সকাশে মাথা নুয়ে যায়- অলক্ষ্যে সুজূদে,
তাঁর কৃপা শেষ আশা- সফলতা, দাসত্ব-উবূদে।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:২৭