হতাশা, দুশ্চিন্তা, পেরেশানি কার নেই? আমরা সকলেই কম বেশি এগুলোতে আক্রান্ত। আমরা তো সাধারন মানুষ। রাজা-বাদশাহগনের পর্যন্ত নিদ উবে যায় পীড়াদায়ক এই বিষয়গুলোর কারনে! এ থেকে মুক্তির উপায় কী? হ্যাঁ, মুক্তির উপায় অবশ্যই রয়েছে। আসুন, রাসূলুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাচনিক ফলো করে দেখি। তাঁর রেখে যাওয়া হাদিসের ভান্ডার থেকে অনন্য একখানা হাদিস- যাতে হতাশা এবং দুশ্চিন্তা দূর করার পরামর্শ দিয়েছেন তিনি। চলুন, দেখে নিই হাদিসখানা এবং শিখে নিই শক্তিশালী এবং পরিক্ষিত সেই দুআটি।
হাদিস:
অনেকের সুবিধা বিবেচনায় রেখে কষ্টসাধ্য সত্বেও বাংলা উচ্চারন যোগ করা হল:
আন আবদিল্লাহ বিন মাসউ-দিন রাদিআল্লাহু তাআলা আনহু ক্কা-লা, ক্কা-লা রাসূলুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- মা- আছা-বা আহাদান ক্কত্তু হাম্মুন ওয়ালা- হাযানুন ফাক্কা-লা- 'আল্লাহুম্মা ইন্নী- আবদুকা, অবনু আ'বদিকা, অবনু আমাতিকা, না-ছিয়াতী- বিইয়াদিকা, মাদ্বিন ফিইয়্যা হুকমুকা, আ'দলুন ফিইয়্যা ক্কাদা-উকা, আছআলুকা বিকুল্লি ইসমিন হুওয়া লাকা ছাম্মাইতা বিহী- নাফছাকা, আও আল্লামতাহু আহাদামমিন খলক্কিকা, আও আনযালতাহু ফি- কিতা-বিকা, আও ইসতা'সারতা বিহী- ফি- ই'লমিল গইবি ই'নদাকা, আন তাজআলাল কুরআ-না রবি-আ' ক্কলবি-, ওয়া নূরা ছদরি-, ওয়া যিলা-আ হুযনি-, ওয়া জাহা-বা হাম্মি-' ইল্লা- আযহাবাল্লা-হু হাম্মাহু ওয়া হুযনাহু ওয়াআবদালাহু মাকা-নাহু ফারাযান। ফাক্কি-লা ইয়া রাসূলাল্লাহি, আলা- নাতাআল্লামুহা-? ফাক্কা-লা বালা-। ইয়ামবাগী- লিমান ছামিআ'হা- আইয়াতাআল্লামাহা-। মুসনাদ আহমদ, হাদীস নং- ৩৭০৪।
বঙ্গানুবাদ:
সকলের কল্যান হোক।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:২৮