হে রহীম, আপনার দ্বারে তুলি হাত,
আমার সকল ভ্রান্তি করুন মার্জনা।
নফসের নিপীড়নে হয়ে কুপোকাত,
অনাথের মত তাই করি আরাধনা।
প্রভূ, মম ক্ষুদ্রতা আপনি জ্ঞাত সবি-
ব্যথিত বুকের বিরহ অনল জ্বালা।
দূরে ঠেলে দেয় দিক- স্বার্থের পৃথিবী,
এ গলে পড়ান প্রভূ তব প্রেম মালা।
আপনার ক্ষমার ভিখারী হতে চাই,
আপনার ক্ষমা যদি সঙ্গী হয়ে যায়।
আলোকিত দোজাহান, ভয় নাই নাই,
এমন জীবন প্রভূ, কে বা নাহি চায়?
আমার আশার আর কিছু নেই বাকি,
আপনার রেজামন্দি পানে চেয়ে থাকি।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯