''দলীলসহ নামাজের মাসায়েল''। একটি বই। দলিলভিত্তিক সহীহ নামাজ আদায় পদ্ধতির অনবদ্য বিশ্লেষন।
বইটিতে নামাজের বিবিধ আহকাম বর্নিত হয়েছে দলিলসহ। প্রয়োজনীয় বিশ্লেষন, মাসআলাগত জটিলতার সহজ সাবলিল সমাধান, সংক্ষিপ্ত সুবিন্যাস্ত এবং হৃদয়াগ্রহী অনুপম উপস্থাপনা, বিশেষ করে সমাজে বিভ্রান্তি সৃষ্টিকারী আহলে হাদিস/ লা- মাযহাবি/ সালাফি সম্প্রদায়ের মনগড়া নামাজ আদায় পদ্ধতির অনন্য পোস্টমর্টেম -গ্রন্থটিকে ভিন্নমাত্রার উচ্চতা প্রদানে সক্ষম হয়েছে।
বিদগ্ধ মুহাদ্দিস আল্লামা আব্দুল মতীন সাহেব দা.বা. এর অনবদ্য তাহকীকী গ্রন্থ এটি। আহলে হাদিস/ লা-মাযহাবী/ সালাফিদের সাথে মতভেদপূর্ণ মাসায়েলের পূর্ণ তাহকীক রয়েছে এতে। সেই সাথে তাদের লিখিত ছালাত বিষয়ক গ্রন্থের বিভ্রান্তি আর জালিয়াতির যুক্তিপূর্ন অসামান্য পর্যালোচনা।
সহীহ আকিদা সম্পন্ন প্রত্যেক নামাজী ব্যক্তির সংগ্রহে রাখার মত অতীব প্রয়োজনীয় এ অনবদ্য গ্রন্থটির পিডিএফ ভার্সন পাওয়া যাবে নিচের লিঙ্ক থেকে।
আল্লাহ ছুবহানাহু ওয়াতাআলা আমাদের প্রত্যেককে সহীহভাবে তাঁর অন্যতম নির্দেশ নামাজ আদায়ের তাওফীক দান করুন। বিভ্রান্তি সৃষ্টিকারী সকল পক্ষ থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন। আমীন।
Dolilshoho Namajer Masayel by Moulana Abdul Matin
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৭