নিশিথ নিরজনে, দিবসের কোলাহলে
খুজে ফিরি শুধু তোমাকেই ।
অতি কাছে কিবা সহস্র মাইল দুরে
চাই শুধুই তোমাকেই।
গোলাপ, বেলী, হাসনাহেনার সৌরভে
খুজি শুধু তোমাকেই।
নির্মল আকাশ আর অথই সমুদ্রে
খুজে ফিরি শুধু তোমাকেই ।
বনানীর সবুজ সমারহে আর ফুলের রঙে
খুজি শুধু তোমাকেই।
হাহাকার করে রিদয়, নদী বয় চোখে
তবু খুজে ফিরি শুধু তোমাকেই ।
তুমি বীণা বধির আমি, অন্ধ আমি।
খুজি শুধু তোমাকেই।