সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মের গুঁড়ামির মায়া জাল থেকে মুক্তি দেওয়া হোক। যার কোন শক্তি নেই তাকে শিক্ষার দেবী হিসাবে মেনে নেওয়া
এক ধরনের অশিক্ষিতর পরিচয় ।
সরস্বতী পূজা এলে একটাই প্রশ্ন বার বার মনে উঁকি মারে- কেন আমরা শিক্ষার পা’য়ে ধর্মের শিকল পরিয়ে রেখেছি ? কেন আমরা ২০২২
য়ে এসেও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বন্ধ করতে পারছি না ?
যে শিক্ষা মানুষের মেরুদণ্ড সোজা করে সেই শিক্ষার মধ্যে যদি ধর্ম নামক এক বিষ বীজ বপন করা হয় তবে সেই জাতির অন্যান্য জাতির তু লনায় পিছিয়ে যওয়াটাই স্বাভাবিক নয় কি ?
আসুন আমরা সবাই তাদের প্রতি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করি যারা আমাদের শিক্ষিত করে মানুষ হিসাবে গড়ে তুলছে এ সমাজের বুকে ।
সরস্বতী দেবীর পরিবর্তে আসুন আমরা সবাই আমাদের বাবা মা, আমাদের শিক্ষকদের আশীর্বাদ গ্রহণ করি এবং তাদেরকে
তাদের উপযুক্ত সম্মান প্রদান করি ।
“শিক্ষা হোক ধর্ম মুক্ত
ভেদাভেদ নয় মানুষ হোক মানুষে যুক্ত”
ইতি
Sanu Son
শান্তিনিকেতন
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৮