কাঁধে ছোট বাচ্চাটাকে বেঁধে প্রাণপণ ছুটে চলেছে এক অসহায় বাবা, তার একটাই লক্ষ্য যে এই জঙ্গি তালিবানীদের হাত থেকে নিজেকে এবং নিজের শিশুকে একটা নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া ।
কাবুল এয়ারপোর্টে রাত থেকে কাবুলীওয়ালাদের ভীড় জমেছে শ'য়ে শ'য়ে কাছে কোন ভিসা নেই । কিভাবে প্ল্যানে উড়তে হয় সেটার চির পরিচিত ছবি বদলে গেল কাবুলীওয়ালাদের প্ল্যানে উঠা দেখে ।
2021 এ এসে এমন চিত্র নিজে চোখে দেখতে হবে সেটা কোনদিন ভাবা তো দূরের কথা কল্পনাও করিনি । অনেকজন প্ল্যানের ভিতরে জায়গা পায়নি বলে প্লানের চাকার ওখানে উঠে নরখাদকদের হাত থেকে বাঁচার চেষ্টা করেছে মৃত্যু ভয় উপেক্ষা করে কিন্তু শেষ রক্ষা আর হল কোথায় ? , সেখান থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে অগণিত মানুষের চোখের সামনে।
একটা মানুষ বাঁচার জন্য প্ল্যানের চাকায় উঠে পড়ছে, এটার করার জন্য কতটা ভয় কতটা দুশ্চিন্তা দরকার হয় সেটা আমার কল্পনার বাইরে ।
আফগানের রাস্তায় রক্তের দাগ, মাযের বুকে ঘুমহীন শিশু , নিরাপদ আশ্রয়ের জন্য বিরামহীন সাধারণ মানুষের দুটো পা , এসবে তোমাদের কিছু এসে যায় না ?
হাতে AK47 নিয়ে আল্লাহ'র নামে নাচ তোমাদের কাছে বিশাল বিজয়ের স্বাদ , লজ্জা করে না মস্তিষ্কহীন উন্মাদের দল । জানোয়ার গুলো সব , ঘরে বসে বসে মানুষের রক্তে উপর, তাদের কষ্টের উপর উল্লাস করতে ?
বাংলাদেশের একশ্রেণীর মানুষ আজ যে পরিমাণে খুশি হচ্ছে জঙ্গিদের উত্থানে, তাতে আমার ভয় এবং চিন্তা হয় বাংলাদেশের সাধারণ মানুষের জন্য । এরা বাংলাদেশকে একদিন শেষ করেই ছাড়বে যদি না তার আগে এদের মন থেকে এই উগ্রমানসিকতার ভূত নামানো না যায়।
ইসলামের নামে এসব উগ্র মৌলবাদী যা করছে তাতে দিনের পর দিন এদের প্রতি ঘৃণার পরিমাণ আকাশ চুম্বী হচ্ছে ।
পৃথিবীর তাবর তাবর শক্তিধর দেশের শক্তি আজ দর্শক , তারাও মজা নিচ্ছে টিভির কিংবা খবরের কাগজ পড়ে এসব বাংলাদেশী কিংবা জঙ্গি মৌলবাদীদের মতো ।
এমন শক্তির কোন দরকার নেই ,,,, এ পৃথিবীর বুকে ।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:৪৩