অন্তর মম বিকশিত করো / অন্তরতর হে ।
নির্মল করো , উজ্জ্বল করো , / সুন্দর করো হে ।
রবি ঠাকুর তাঁর কবিতায় বলে গিয়েছিলেন উপরিক্ত বাক্য গুলি , তিনি জানতেন যে যদি আমরা আমাদের মনকে বিকশিত করতে না পারি তবে এ সমাজকে কোন দিনই আমরা সুন্দর উজ্জ্বল অশান্তি নির্মল করতে পারবো না !
কিন্তু বর্তমান আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তা খালি চোখে দেখা তো দূরের কথা মাইক্রোস্কোপের নীচে ফেলেও দেখতে পাবেন না ।
এখানে মনকে বিকশিত করার পরিবর্তে সংকীর্ণ করা হচ্ছে , মনকে বিদ্বেষ ঘৃণায় ভরিয়ে শান্তিনিকেতনকে অশান্ত করে তোলার গভীর ষড়যন্ত্র চলছে ।
চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,
রবি ঠাকুর তাঁর কবিতায় নিজেই বলেছেন কোন কিছুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডের মধ্যে শান্তি নিহিত থাকে না , সমস্ত কিছুই উন্মুক্তয়ের মাঝেই লুকানো থাকে চির শান্তি ।
আজ তাঁরই প্রতিষ্ঠানে তাঁকে অপমান করে তাঁর প্রতিটি আদর্শকে পায়ের নীচে ফেলে নির্মমভাবে ধূলিশসাৎ করা হচ্ছে অথচ এখানে কারো কিছু বলার নেই , আজ বিশ্বভারতীতে কর্মরত সমস্ত মানুষ নীরবে বদলে দিয়েছে রবি ঠাকুয়ের চিন্তা ভাবনাকে !
আজ না চাইলেও বলতে বাধ্য হচ্ছি .......
“চিত্ত যেথা ভয়ময় , নিম্ম সেথা শির
জ্ঞান যেথা বদ্ধ , সেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে ওরা খণ্ড ক্ষুদ্র করি”
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৭