বাবা
আমাকে ক্ষমা করে দিও।
রাখতে পারিনি তোমার কথা,
হতে পারিনি তোমার স্বপ্ন দেখা,
কিন্তু বিশ্বাস করো...
আমি চাইনি..আমি চাইনি
তোমায় কষ্ট দিতে। চেয়েছিলাম,
তোমার স্বপ্ন হতে,স্বপ্ন হয়ে
বুকের মাঝে শক্তি হতে ।
কিন্তু বিশ্বাস করো..
বারবার চেষ্টা করেও পারিনি যে,
প্রতিবার ভাবি তোমার স্বপ্ন হব,
তোমার বুকের মাঝের স্বপ্ন হব
কিন্তু বার বার যে ব্যর্থ আমি!
কোনদিন কিছুই বলোনি তুমি,
কেন তুমি মুখ বুঝে রও
জানতে পারিনা আমি ?
মনে আছে বাবা,
যখন তুমি থাকতে অনেক দূরে
কথা হয়েছিল একদিন ফোনে ,
বলেছিলে মানুষের মতো মানুষ হতে,
আচ্ছা বাবা,
বার বার ব্যর্থ হলে কি ভালো মানুষ হওয়া যায়?
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১১