কনকনে শীতের শহরে
বাবুরা গাঁ ঢাকে দোয়ারের আড়ালে,
মাঝে মাঝে রাতে,
মজলিস বসে তাদের বাড়িতে,
আসে শিক্ষিত সমাজ গাড়িতে,
মদ গিলে কোমর দোলায়,মাতে অট্টহাসিতে,
মাঝে মাঝে অগ্নি শিখার ন্যায় যৌবনে দেয় ডুব।
ওদের দেহে রক্ত আছে,তারথেকেও
বেশি পকেটে পয়সা আছে,
তাইতো কনকনে শীতের শহরে
ওদের আজ আনন্দ সীমাহীন।
কিন্তু কষ্ট হয়,ওদের সুখে নয়,
ঐ যে...
ওদের জন্য কষ্ট হয়,
কনকনে শীতের শহরে
দুমরে-মুচড়ে পরে আছে
শহরের তরে ফুটপাতের ধারে।
হ্যাঁ ওদের জন্য কষ্ট হয়,
ঐ যে...
অপুষ্টিতে ভুগছে মানুষ আর কুকুরটি
মিলেমিশে একসাথে শুয়ে আছে,
ওদের জন্য কষ্ট হয় ।
কিন্তু ...
ওদের দেহেও তো থাকে রক্ত,
তারপরেও কেন ওদের জীবন
সংগ্রাম লড়াই হয়ে উঠে এতো শক্ত?
উত্তর খুঁজে পাই...
বাবুদের বিদ্রুপ হাসিতে,
রক্তমিশে থাকে গরিবের কাশীতে,
টাকা নেই..টাকা নেই..
ঐ যে...
অশিক্ষিত গরীব ওদের পকেটে ।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬