প্রিয় ব্লগার ভাই বোনেরা ব্লগিং করতে হলে আগে আসলে আমাদের জানতে হবে ব্লগ কি ?
আর ব্লগের ব্যবহার ও ব্লগ লেখা এবং ব্লগ পড়ার নিয়ম কি ও ব্লগে শর্ত কি ? ব্লগ হলো মুক্ত মত প্রকাশের জন্য সবচেয়ে যোগ্যতম ও গুরুত্বপূর্ণ একটি স্থান । এবং বাক স্বাধীনতা যুদ্ধেরও একটি ভালো ও অন্যতম স্থান । সরী আপনি ভুল বুঝবেন না
বাক স্বাধীনতা যুদ্ধ বলতে আপনি অগ্নেঅশ্র দিয়ে বা দাঁ কাচি কুড়াল চাপাতি বন্দুক পিস্তল দিয়ে মানুষ মারার যুদ্ধ নয় ।ব্লগের লেজুর ধরে ফেবুক থেকে
একজন লেখকের বিস্তারিত তথ্য জেনে তাকে হত্যা
করাকে বাকস্বাধীনতা যুদ্ধকে বুঝায় না ।
দেখুন ব্লগ কিন্তু কখনই খারাপকে সমর্থন করছে না ।
তাই আসুন দয়া করে ধর্মের দোহাই দিয়ে একে অপরকে হত্যা করা থেকে বিরত থেকে চলুন দেখি কার কলম ও কম্পিউটার কিবোর্ডে এবং বুদ্ধির শক্তি কত ? সেটা পরিক্ষা করি ।
আসুন কেউ যদি থাকেন আমাকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিন কোন ধর্মের কোন পৃষ্টায় লেখা আছে যে ধর্ম খুন ও হত্যাকে সমর্থন করে ।
আর যদি চ্যালেঞ্জ করে নাই দেখাতে পারেন যে ধর্ম খুন হত্যাকে সমর্থন করে তাহলে আপনি কেন খুন হত্যার মতো জগন্য খারাপ কাজটি করছেন বা করবেন । তাই বলছি বন্ধ করুন হত্যার মত পাপ ও অপরাধমূলক কাজ । এক ব্লগার আরেক ব্লগারের হাতে হাত রাখুন । একে অপরের দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিন ।
আপনার আমার আমাদের একটি কথা স্পষ্ট ভাবে মাথায় রাখা প্রয়োজন আমরা কিন্তু রাজনীতির গোলাম নই । আমরা কিন্তু কোন দল বা রাজনীতির কোন ব্যাক্তি বিশেষের জন্য ব্লগ লেখায় হাত লাগাই নি । আমরা জাতি ও দেশের ভালো কাজ এবং সহযোগীতার জন্য ব্লগে এঁসেছি । তাই আসুন একতা বদ্ধ হয়ে দেশের জন্য জাতির জন্য এবং আগামী প্রজম্মের জন্য ব্লগ লেখী ।
বাক স্বাধীনতা হলো আপনার ইচ্ছাগুলো প্রকাশ করা ।
সমাজ ব্যবস্থার ভুলত্রুটিগুলো ধরে দেয়া ।
নিজের মৌলিক নীতি বহি প্রকাশ করা ।
ব্লগের মধ্যমে আপনি গনসচেতন বাড়িয়ে তুলতে পারেন ।
রাজনীতি সরকার ও বিরুধী দল প্রশাসনদের ভুলত্রুটিগুলোর সমাধান তুলে ধরা ।
ব্লগ মানে এই না আপনি কাউকে খোঁচা দিয়ে কথা বলবেন । ব্লগ মানে এই না একজনের লেখা আপনার ভালো লাগলো না আর তাই তাকে গাল মন্দ বা খারাপ রুচিহীন ভাষায় কথা বলা । ব্লগ হলো আপনার মেধা বুদ্ধির পরিচয় দেয়ার একটা উপযোগী প্লট ।
তাই আসুন সকলে মিলেমিশে ব্লগের পরিবেশ ভালো রাখি । এবং ব্লগকে অশ্লীন পরিবেশ থেকে দূরে রাখি ।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ রাত ১২:৫৭