ঘুমহীন দুটি চোখে আরাধ্য স্বপ্নরা
মেলে দেয় রঙবেরঙের পাখা...
মনের মেঘাচ্ছন্ন আসমানে
উড়ে যায় এক এক করে,
হারিয়ে যায় অবাধ দুরন্তপনায়...
কতদিন দেখিনি স্বপ্ন...
ঘুম নেই দুচোখের পাতায়...
বুকের ভেতরটা বারবার
অবোধ্য কষ্টের দহনে
ভেঙেচুরে ছত্রখান হয়ে যায়...
চোখের গভীরে খনন করেছি
টলটলে জলের এক শান্ত দীঘি...
যে দীঘিতে অহরাত্রি বয়ে চলে
তপ্ত নোনা জলের স্রোত...
তাতে মাঝেসাঝেই
মন ভালো করে দেয়া
রোদের আলো পড়ে
টলটলে ছলছলে নোনা জল
ঝিকমিকিয়ে ওঠে...
দীঘিটির অমূল্য জলে
প্রায়শই ভাসিয়ে দিই
বুকের ভেতরে জমানো সব কষ্ট,
অবলীলায়,অতি সন্তর্পণে...
কারোরই জানা নেই
আমার ছোট্ট দীঘিটির খোঁজ...
কেউ জানবেও না কোনদিন হয়তো...
আমার অবোধ্য কষ্টগুলো,
ঘুমহীন আরাধ্য স্বপ্নহীন
চোখের দীঘির বৃত্তান্ত
আমারই থাকুক, সুষুপ্ত থাকুক
এই ক্লান্তশ্রান্ত তুচ্ছ মানবীর
হৃদয় সরোবরের অতলান্তে...
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩১