অনুভবে পূর্ণ অনুভূতির
মন্ত্রমুগ্ধ মৌনতা...
রাতের বাতাসে টের পাচ্ছি মৃত্যুর হাতছানি...
নিবিড় কুয়াশার অস্পর্শী চাঁদর
বিছিয়ে রয়েছে
অনিঃশেষ অন্ধকারে...
এ যেন ধোঁয়াশাবৃত মায়াজাল,
অপার নিস্তব্ধতায়...
ক্ষণে ক্ষণে মৃদু শৈত্যপ্রবাহ
বয়ে চলেছে হৃদয়াভ্যন্তরে...
বহুদূর থেকে ভেসে আসা
এক অস্পষ্ট কন্ঠস্বর...
যেন শুনতে পাচ্ছি
বুকের ভেতরে
অহরহ অহরাত্রি...
এর যেন কোন শেষ নেই...
হঠাৎ করেই অদৃশ্য
পর্বতপ্রমাণ দুঃখ
এক ঝলক বিদ্যুচ্ছটার মত কোত্থেকে ছুটে এসে আচমকাই
বিদীর্ণ করে দিলো
বুকের ভেতরটা...
অকস্মাৎ লোহিত রক্তপ্রবাহে
ছিন্ন দেহের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা
অজস্র শিরা উপশিরার
অপরিমেয় বাঁধ...
তরিৎ মৃত্যু সময়ের ব্যাপার মাত্র...
দুচোখের কোণে
অদ্ভুতুড়ে অপচ্ছায়ার
ভ্রান্তিকর খেলা...
কুয়াশাচ্ছন্ন হিমশীতল বাতাসে টের পাচ্ছি মৃত্যুর গন্ধ,
এক অপার্থিব শুন্যতায়...
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০