বুকের ভেতরে বইছে উত্তাল ঝড়...
নিঃশেষে উড়িয়ে নিয়ে যাচ্ছে সব কিছু...
ভাঙনের শব্দ শুনতে পাচ্ছি অবিরাম...
মনের উষর জমিন ভেঙে টুকরো টুকরো হচ্ছে...
হৃদয়াভ্যন্তরে কলকল ধ্বনি তুলে
সশব্দে বয়ে যাচ্ছে তুমুল রক্তস্রোত...
ক্রমাগত টের পাচ্ছি দুর্বার ঝড়ের ভাঙচুর...
আমার আমিত্বে ক্ষতচিহ্ন তৈরি হচ্ছে নিঃশব্দে...
একবুক অসহ্য যন্ত্রণা, তীব্র কষ্টসুখ নিয়ে
অপরিসীম স্তব্ধতায় বসে আছি,
অসাড় নৈঃশব্দ্য আমায় গ্রাস করেছে...
সব শেষ হয়ে গেছে...সব...
শুধু রয়ে গেছি-
ক্লান্ত শ্রান্ত, বিপর্যস্ত; অসহায় এক আমি...
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০১