বিষয়টি নিয়ে লেখাটা অনুচিত তারপরও যারা কলম যোদ্ধা তাদের সব বিষয়েই কথা বলা উচিত। আমার বাঙালি পরিবার প্রথায় পচন ধরছে আর আমি কল্পিত প্রিয়ার বঙ্কিম অবয়ব নিয়ে কাব্য রচনা করবো এমনটা অনুচিত!
১) বেশ কিছুদিন আগে এক বিবাহিত বড় ভাইয়ের মতিভ্রম নিয়ে লিখেছিলাম। এখন তার পরিবারে চলছে চরম বিপর্যয়। বউ-বাচ্চার থেকে বোধকরি সেই অবিবাহিতাই তার বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছে!
তার সঙ্গে সম্পর্ক ভাল এমন একজন বললো, যে অশান্তি চলছে তাতে তার বউও যদি মানসিক ভারসাম্য হারিয়ে সন্তান হত্যা করে তাহলেও অবাক হওয়ার মত কিছু থাকবে না! সাম্প্রতিক দুর্দশাগুলো দেখে তার নাকি তাই মনে হচ্ছে।
বিষয়টা আমার চোখের সামনে চলছে আর আমিও তাতে নীরব দর্শক!
২) কিছুদিন আগে এক বিশিষ্টজনকে অল্পবয়সী তরুণীকে উত্ত্যক্ত করার প্রমাণ দেখেও নীরব থেকেছি। মেয়েটিকে বলেছি কড়া কথা বলেছেন বেশ। বেশি বাড়লে ব্যবস্থা নেই না হলে মানুষের পাপ গোপন করাই উত্তম।
আসলেই বিষয়টি থেমে গেছে। তবে আধুনিকা সেই মেয়েটি ব্যক্তিত্ববান।
৩) কয়েকদিন আগে এক সাবেক কোর্সমেট ছোটবোন (বিবাহিত) ফোন দিয়ে ইনবক্স চেক করতে বললো। দেখলাম কিছু অশ্লীল মেসেজ আর ছবি!
আমার এক বিবাহিত মিউচুয়াল ফ্রেন্ড বউ বাচ্চা বাসায় না থাকায় তার কাছে চান্স নিতে চেয়েছে।
মেয়েটিকে বললাম; তাকে বল এরপর এমন করলে আমাকে জানাবে।
যাক ওষুধে কাজ হয়েছে। ছেলেটি এখনও জানে না বিষয়টা আমি জানি। মনে হয় সে নিজেকে শুধরে নিয়েছে।
এখানেও স্বামী প্রবাসে থাকা সেই মেয়েটির চারিত্রিক দৃঢ়তা দেখতে পেয়েছি।
৪) একবার এমন ১টা কেস সলভ করে জানলাম; মেয়ের পূর্ব থেকেই কাজিনের সাথে পরকীয়া সেখানে সে আরেকজনের এন্ট্রি মানবে কেন?
এভাবেই কোথাও লজ্জিত হচ্ছি কোথাও বিব্রত হচ্ছি। আমার মনে হয় নৈতিকতার চর্চা বাড়ানো উচিৎ সর্বত্রই আর রাষ্ট্রকেও বিষয়টি নিয়ে ভাবা উচিত। সমাজ যেন এতটা উচ্ছন্নে না যায় যে পরিবারকেও বিলুপ্ত হতে হয়! বিপর্যয় রুখতে আগেই কোন ব্যবস্থা নেয়া যায় কি না ভেবে দেখা উচিত।
যাহোক ব্যাচেলর নিজের কথাই বলি চান্স পেলে হয়তবা আমার দ্বারাও কম কুকর্ম হত না!
সমাজের সবার উচিত মেয়ে/ছেলেকে বেশিদিন ব্যাচেলর না রাখা। শিক্ষাজীবনেই পারিবারিকভাবে সবল হলে সামাজিক/রাষ্ট্রীয়ভাবে বিয়ের ব্যবস্থা করা উচিত। ছেলে-মেয়ে সব শারীরিক কসরত সেরে ফেলে অথচ তাদের নাকি বিয়ের বয়স হয় না!
আসলে ওসব করে আর 'উপযুক্ত' হয়ে বিয়ে করার কারণেও মন ও দেহ বহুগামী হয়। কেউ দ্বিমত করলেও করতে পারে!